Sunday, June 10, 2018

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা করতে গেলে কেন দামি ধাতু মার্ফত

ওম প্রকাশ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড দ্য ইকনমি অব বেঙ্গল ১৬৩০-১৭২০ বইতে বলছেন কেন ডাচেদের(এবং অন্য ইওরোপিয় বণিকদের আর ভারত বা বাংলায় ব্যবসা করা সাধারণ ব্যবসায়ীদেরও ) বাংলায় ব্যবসা করতে হত। এসিয়া বা বিশ্বজোড়া যে সব পণ্য বাংলায় আসত তার এখানে চাহিদা তেমন ছিল না। ডাচেরা ইওরোপিয় এবং এশিয় যে সব পণ্য বাংলায় পাঠাত, তার অধিকাংশ দামের দামে বিক্রি করে দেওয়ার অধিকার দেওয়া ছিল কুঠিয়ালদের।
Most of these imports were precious metals because, given the structure of relative prices, the local demand for imported goods was comparatively small. This was more true of goods of European origin than of goods obtained by the Company in other parts of Asia, but even in the latter case the extent of the market was fairly limited. The determining consideration with the Council of the Indies at Batavia when it worked out the mix of the goods to be sent to Bengal in a given year was not the rate of profit to be earned on a particular item but the total amount of purchasing power that the sale of that item was likely to generate over the year. In the case of many of the goods, the Bengal factors were authorized to sell even at cost price. Nevertheless, the sale of goods was limited, and an overwhelming proportion of the imports was of necessity in the form of precious metals.
ওম প্রকাশ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড দ্য ইকনমি অব বেঙ্গল ১৬৩০-১৭২০, ৫৩ পাতা।

No comments: