কোন কোন জিনিস বাংলা থেকে ডাচেরা রপ্তানি করত
চিনি, চাল, গম, ঘি, সরষের তেল, মোম, বোরাক্স, কড়ি, গানি ব্যাগ, কোরা রেশম, সোরা, আফিম এবং অন্যান্য নানান দ্রব্য।
রেশম ছিল আন্তঃএশিয় বাণিজ্যে সব থেকে বড় উপাদান। আফিম এবং সোরা আন্তএশিয় এবং এশিয়-ইওরপিয় বাণিজ্যের গুরুত্বতম পণ্য।
রেশম ছিল আন্তঃএশিয় বাণিজ্যে সব থেকে বড় উপাদান। আফিম এবং সোরা আন্তএশিয় এবং এশিয়-ইওরপিয় বাণিজ্যের গুরুত্বতম পণ্য।
Comparatively minor items (constituting the miscellaneous category) included provisions such as sugar, rice, wheat, clarified butter and mustard oil, wax, borax, sea shells (cauris), and gunny bags. Of the four principal items of export, raw silk played a crucial role first in the Company's intra-Asian trade and subsequently in the trade with Europe. Trade in opium and saltpetre was confined to the intra-Asian and the Euro-Asian branches of trade, respectively. Some varieties of textiles figured in the intra-Asian trade, but the bulk of the procurement was for the European market.
ওম প্রকাশের দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্য ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০
No comments:
Post a Comment