Thursday, June 7, 2018

বাংলার আমদানি-রপ্তানি - এক নজরে

ডাচ কোম্পানি বাংলা থেকে রপ্তানি আমদানির বিশদ বর্ণনা লিখে রেখেছিল। সেখান থেকে একটা তালিকা তৈরি করেছেন ওম প্রকাশ।
দক্ষিণপূর্ব এশিয়া - আরাকান, পেগু, টেনাসারিম, অচিন, কেডা, জাঙ্ক-সিলোন, মালাক্কা, ম্যানিলা
আমদানি - টিন, মশলা, গোলমরিচ, সোরা, তামা, কাঁসা, হাতি, হাতির দাঁত
রপ্তানি - বস্ত্র, চাল, আফিম, ঘি, তেল, সোরা, কোরা রেশম
করমণ্ডল উপকূল - মছলিপত্তনম, মাদ্রাজ, পোর্তো নোভো
রপ্তানি - কোরা রেশম, চাল, বস্ত্র, চিনি, ঘি
আমদানি - বস্ত্র, সোরা, টিন, শাঁখ, গোলমরিচ, কাগজ, সুপুরি, নুন, হাতির দাঁত, চন্দনকাঠ
শ্রীলঙ্কা
রপ্তানি - চাল, বস্ত্র, তেল, কোরা রেশম, আফিম, চিনি
আমদানি - হাতি, সুপুরি, শাঁখ, হাতির দাঁত, গোলমরিচ, নুন
মালদ্বীপ
রপ্তানি - চাল, বস্ত্র, ঘি, তেল, কোরা রেশম, আফিম, চিনি
আমদানি - কড়ি, টিন
মালাবার উপকূল - ক্যাননানোর, কালিকট, কোচিন, নরসাপুর
রপ্তানি - আফিম, বস্ত্র, কোরা রেশম, সোরা, লোহা
আমদানি - মশলা, গোলমরিচ, লেবু, সুতো, সুতো, সুপুরি, নুন
গুজরাট - সুরাট, ক্যাম্বে
রপ্তানি - কোরা রেশম, বস্ত্র, চিনি, লোহা, আফিম, সোরা, চাল, তেল, ঘি
আমদানি - মশলা, তুলো, বস্ত্র, পারসি তামাক, পারসি গোলাপ জল, গোলমরচ, টিন, সোরা, সুতো, সুপুরি, শাঁখ, হাতইর দাঁত, তামা
পারস্য উপসাগর এবং লোহিত সাগর - বন্দর আব্বাস, হরমুজ, জেড্ডা
রপ্তানি - চিনি, বস্ত্র, লোহা, কোরা রেশম, আফিম, সরা, চাল
আমদানি - পারসি আব্বাসি মুদ্রা, তামাক, গোলাপ জল, টিন, সোরা, বস্ত্র, নুন
---
তালিকার শেষে তিনি বলছেন বহু কম গুরুত্বপূর্ণ পণ্যের তালিকা তিনি দেন নি। এখানে গুরুত্বের বিবেচনায় ক্রমতালিকা করা হয়েছে।
ওম প্রকাশএর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ বইএর ২৮ পাতা থেকে

No comments: