কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্তের রোজগারের মাত্রা ধার্য করল ২ কোটি ৮৬ লক্ষ টাকায়।
আজকের বাজারে কত দাম? এর ২৭ বছর পর মাগ্যিগণ্ডা কলকাতায় শিপ সরকারের দপ্তরে মাসে ২টাকা বেতনের চাকরি পেয়ে জনৈক ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় নিজেকে স্বচ্ছল ভাবছেন এবং বাড়িতে বাড়তি টাকা পাঠাবার সিদ্ধান্ত নিচ্ছেন।
পলাশীর সময় যারা সম্পদ অর্জন করেছিল সেই কায়স্থ করণিক, আর হাতে গোনা ব্রাহ্মণকে রাজস্ব ব্যবসার লোভ দেখিয়ে উপমহাদেশে এই প্রথম জমির বাজার তৈরি করল ব্রিটিশেরা। সেই ভাগ্যবানেরা ব্রিটিশ পাদপদ্মে তাদের সব উতপাতের ধন অর্পণ করে নির্মোক হয়ে তাদের উত্তরপুরুষদের কোম্পানির চাকরির ওপরে নির্ভর করিয়ে দিলেন।
উতপাতের ধন চিতপাতে গেল।
উপমহাদেশ আরও অধমর্ন হল।
দাস ব্যবস্থা সবার আগে নিজেদের দেশে চালিয়েছে ব্রিটিশ। তারপরে সারা বিশ্বে খুঁজেছে। বাংলার ভর্তুকিতে ব্রিটেনে কৃষি পশুপালন উচ্ছেদ করে কৃষক আর পশুপালকদের দাস বানিয়ে নব্য কারখানায় প্রায় বিনা মূল্যে জুতে শিল্পায়ন সফল হল।
আজকের বাজারে কত দাম? এর ২৭ বছর পর মাগ্যিগণ্ডা কলকাতায় শিপ সরকারের দপ্তরে মাসে ২টাকা বেতনের চাকরি পেয়ে জনৈক ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় নিজেকে স্বচ্ছল ভাবছেন এবং বাড়িতে বাড়তি টাকা পাঠাবার সিদ্ধান্ত নিচ্ছেন।
পলাশীর সময় যারা সম্পদ অর্জন করেছিল সেই কায়স্থ করণিক, আর হাতে গোনা ব্রাহ্মণকে রাজস্ব ব্যবসার লোভ দেখিয়ে উপমহাদেশে এই প্রথম জমির বাজার তৈরি করল ব্রিটিশেরা। সেই ভাগ্যবানেরা ব্রিটিশ পাদপদ্মে তাদের সব উতপাতের ধন অর্পণ করে নির্মোক হয়ে তাদের উত্তরপুরুষদের কোম্পানির চাকরির ওপরে নির্ভর করিয়ে দিলেন।
উতপাতের ধন চিতপাতে গেল।
উপমহাদেশ আরও অধমর্ন হল।
দাস ব্যবস্থা সবার আগে নিজেদের দেশে চালিয়েছে ব্রিটিশ। তারপরে সারা বিশ্বে খুঁজেছে। বাংলার ভর্তুকিতে ব্রিটেনে কৃষি পশুপালন উচ্ছেদ করে কৃষক আর পশুপালকদের দাস বানিয়ে নব্য কারখানায় প্রায় বিনা মূল্যে জুতে শিল্পায়ন সফল হল।
speculation in these modified land rights continued to provide the opportunity for rapid advancement as they did under the nawabs. The Permanent Settlement fixed the revenue in perpetuity at 286 lakhs of Company rupees. In the early days of the settlement this brought a large volume of land rights onto the market, as proprietors were unable to pay this high and inflexible demand. The gainers were, however, very much the sort of people who had rapidly increased their wealth over the previous hundred years. Literate and high-caste servants of the older proprietors, particularly Brahmins and Kayasthas of the writer caste bought up zamindari rights as did banians of the British. Pressure on the great estate owners descended from the servants of the nawabs also led to the creation of many subordinate revenue rights. Though they were more likely to remain in the hands, of one family this was not a markedly different form of property and profit from the proliferating revenue farms of the old regime.
ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড দ্য মেকিং অব ব্রিটিশ এম্পায়ার, ৬৬ পাতা থেকে
No comments:
Post a Comment