সঙ্গের ছবিতে যে চেনা প্রযুক্তি দেখা যাচ্ছে, সেটি বিজয়া রামস্বামীর( 'Notes on Textile Technology in Medieval India with Special Reference to the South', Indian Economic and Social History Review, 17/z (1980), 227-8.) মতে এই প্রযুক্তি দক্ষিণ ভারতের এবং এটি দ্বিতীয় শতাব্দে থেকে ষষ্ঠ শতাব্দের মধ্যের প্রযুক্তি। এবং কোনভাবেই এটা ষষ্ঠ শতের পরের প্রযুক্তি নয়।
বলা দরকার বাংলায় এই প্রযুক্তির উল্লেখ পাই চর্যাপদে এবং গীতি কবিতায়। আজও নাথ যুগিরা এই কাজ করেন গ্রামে/শহরে ঘুরে ঘুরে। কিছু দিন আগেও যুগি ডেকে মধ্যবিত্ত পরিবারে লেপ ধোনা হত শীতের আগে।
The bow was far more efficient than the technique it supplanted, which was to beat the raw cotton with a stick. The bowstring was placed on the surface of the raw cotton and the bow handle hit with a hammer or mallet (সঙ্গের ছবিতে). With the bow, the vibration of the string separated the cotton fibre from dirt, twigs, leaves, stones, and other foreign matter. The vibrations of the bowstring also placed the cotton strands in parallel which made the spinning easier and faster. Evidence from south India indicates that in that region the carding bow pre-dated the arrival of Islam. According to Vijaya Ramaswamy, literary evidence suggests the use of the bow from possibly the second century and certainly not later than the sixth century.
জর্জিও রিয়োলো, প্রসন্নন পার্থসারথীর দ্য স্পিনিং ওয়ার্ল্ড, আ গ্লোবার হিস্ট্রি অব কটনটেক্সটাইল ১২০০-১৮৮ থেকে
No comments:
Post a Comment