যুগ-ভাগ উপনিবেশ, ঔপনিবেশিক লুঠেরা প্রযুক্তি, ঔপনিবেশিক লুঠ বৈধতা দেওয়ার জন্য তৈরি হয়েছে।
আজও প্রযুক্তিমদগর্বী ইওরোপ, এশিয়া আফ্রিকা, আমেরিকার কারিগরদের হাতে তৈরি এই গুণমানের লোহা তৈরি করতে বিপুল শ্রম, অর্থ, সম্পদ অপচয় এবং প্রকৃতি ধ্বংস করে।
আজও উপমহাদেশের লোহাকম, বিশ্বকর্মা, অসুর... সমাজ এই বিপুল গুণমানের লোহা নাচতে নাচতে গাইতে গাইতে তৈরি করে ফেলেন।
তাদের জ্ঞান আর দক্ষতাকে প্রণাম।
আজও উপমহাদেশের লোহাকম, বিশ্বকর্মা, অসুর... সমাজ এই বিপুল গুণমানের লোহা নাচতে নাচতে গাইতে গাইতে তৈরি করে ফেলেন।
তাদের জ্ঞান আর দক্ষতাকে প্রণাম।
No comments:
Post a Comment