১৭৫৭তে সিরাজকে হত্যা করে মীর জাফর ক্ষমতায় এল। যারা জাফরকে ক্ষমতায় বসিয়েছিল, তাদের তিনি বিপুল উপঢোঔকন দিয়ে খুশি করেছিলেন।
১৭৬০ পর্যন্ত “তোমাকে নবাব/সুলতান” বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বহু ব্রিটিশ কর্মচারীর সামনে মুর্শিদাবাদের প্রত্যেক ধনীর সিন্দুকের পথ খুলে দিয়েছিল।
১৭৬৪-৬৫তে মীর জাফরকে সরিয়ে মীর কাসেমকে আনা হলে দেখা গেল সে বড্ড কড়া, ফলে তাকে সরিয়ে এল নিজামদ্দৌল্লা।
বিভিন্ন বছরে বিভিন্ন কর্মচারীর প্রাপ্তি(পাউণ্ডে)। এগুলো ঘোষিত ঘুষ। অঘোষিত ঘুষ/লুঠ? যেন হিমবাহ। দেখা যাচ্ছে ১১ শতাংশ নিচে রইল বাকি ৮৯ শতাংশ। সূত্র - ১৭৭৩র কমিটি অব দ্য হাউস অব কমন্সএর তৃতীয় খণ্ডের ৩৬৭-৩৭০ পাতা থেকে মিলের লেখায় উল্লিখিত।
১৭৬৪-৬৫তে মীর জাফরকে সরিয়ে মীর কাসেমকে আনা হলে দেখা গেল সে বড্ড কড়া, ফলে তাকে সরিয়ে এল নিজামদ্দৌল্লা।
বিভিন্ন বছরে বিভিন্ন কর্মচারীর প্রাপ্তি(পাউণ্ডে)। এগুলো ঘোষিত ঘুষ। অঘোষিত ঘুষ/লুঠ? যেন হিমবাহ। দেখা যাচ্ছে ১১ শতাংশ নিচে রইল বাকি ৮৯ শতাংশ। সূত্র - ১৭৭৩র কমিটি অব দ্য হাউস অব কমন্সএর তৃতীয় খণ্ডের ৩৬৭-৩৭০ পাতা থেকে মিলের লেখায় উল্লিখিত।
এখন প্রশ্ন সে সময় ডলারের/টাকার ক্রয় ক্ষমতা কত? ১৮২০তে জনৈক বিদ্যাসাগরের সদ্য যুবক বাবা লুঠের কলকাতায় ২ টাকা মাসিক রোজগার করে বাড়িতে টাকা পাঠাবার পরিকল্পনা করছিলেন। পলাশীর ৭০/৮০ বছর পর ৮০০ ডলারে মাগ্যিগণ্ডার লন্ডনে এক বছর রাজার হালে থাকা যেত। ২০ হাজার ডলার খরচ করলে এমপিও হওয়া যেত।
১৭৫৭ সালে
ড্রেক – ৩১৫০০, ক্লাইভ – ২১১৫০০, ওয়াটস – ১১৭০০০, কিলপ্যাট্রিক – ৬০৭৫০, ম্যানিংহ্যাম – ২৭০০০, বিচার – ২৭০০০, ফ্রাঙ্কল্যান্ড – ১১৩৬৭, মাকেট – ঐ, কোলেট – ঐ, আমিয়াট – ১১৩৬৬, পিয়ার্কিস – ঐ, ওয়ালস – ৫৬২৫০, লাসিঙ্গটন – ৫৬২৫, গ্রান্ট – ১১২৫০।
ড্রেক – ৩১৫০০, ক্লাইভ – ২১১৫০০, ওয়াটস – ১১৭০০০, কিলপ্যাট্রিক – ৬০৭৫০, ম্যানিংহ্যাম – ২৭০০০, বিচার – ২৭০০০, ফ্রাঙ্কল্যান্ড – ১১৩৬৭, মাকেট – ঐ, কোলেট – ঐ, আমিয়াট – ১১৩৬৬, পিয়ার্কিস – ঐ, ওয়ালস – ৫৬২৫০, লাসিঙ্গটন – ৫৬২৫, গ্রান্ট – ১১২৫০।
১৭৬০ সালে
ভ্যান্সিস্টার্ট – ৫৮৩৩৩, হলওয়েল – ৩০৯৩৭, সামার – ২৮০০০, ম্যাকগুরে – ২৯৩৭৫, সেনাপতি কাইলাউড – ২৯৯১৬, স্মিথ – ১৫৩৫৪, ইয়র্ক – ঐ।
ভ্যান্সিস্টার্ট – ৫৮৩৩৩, হলওয়েল – ৩০৯৩৭, সামার – ২৮০০০, ম্যাকগুরে – ২৯৩৭৫, সেনাপতি কাইলাউড – ২৯৯১৬, স্মিথ – ১৫৩৫৪, ইয়র্ক – ঐ।
১৭৬৪ সালে
মেজর মুনরো(কিংস আর্মি) – ১৩০০০, তার কর্মচারীরা মিলেজুলে – ঐ
মেজর মুনরো(কিংস আর্মি) – ১৩০০০, তার কর্মচারীরা মিলেজুলে – ঐ
১৭৬৫ সালে
প্রশাসক স্পেনসার – ২৩৩৩৩, জন্সটন – ২৭৬৫০, মিডলটন – ১৪২৯১, লেসেস্টার – ১৩১২৫, প্লেডেল – ১১৬৬৭, বার্ডেট – ঐ, গ্রে – ১১৬৬৬, সেনাপতি(জেনারেল) কার্নাক – ৩২৬৬৬, ক্লাইভ – ৫৮৬৬৬, জি জন্সটোন – ৫৮৩৩।
প্রশাসক স্পেনসার – ২৩৩৩৩, জন্সটন – ২৭৬৫০, মিডলটন – ১৪২৯১, লেসেস্টার – ১৩১২৫, প্লেডেল – ১১৬৬৭, বার্ডেট – ঐ, গ্রে – ১১৬৬৬, সেনাপতি(জেনারেল) কার্নাক – ৩২৬৬৬, ক্লাইভ – ৫৮৬৬৬, জি জন্সটোন – ৫৮৩৩।
No comments:
Post a Comment