Monday, June 25, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - শল্য চিকিৎসা এশিয় আর আফ্রিকিয় প্রথা - ইওরোপিয়রা চুরি করেছে

সকালটা সুমধুর করে দিলেন Sharifus Salekin Shahanদাদা। তিনি আফ্রিকার মাথায় শল্য চিকিৎসার চিকিৎসকের কৃতি তুলে ধরেছেন।
আমরা বলব উপমহাদেশের কৃতি। উপমহাদেশে শল্য চিকিৎসা চিকিতসকেদের কাছে দুধভাত খাওয়ার মত স্বাভাবিক ছিল। উপমহাদেশের ইওরোপিয়দের নথিকরণ থেকে অষ্টাদশ শতকের উপমহাদেশের নানান জ্ঞানচর্চার নথিকরণ করেছেন ধরমপাল। তার বক্তব্য আমি যদি আমার দেশের জ্ঞান নিজে নথিকরণ করি, তাহলে ওরা বলবে এটা তুমি সাজিয়েগুজিয়ে বলছ। তাই আমি তাদের কাজকেই তুলে ধরছি।
ধরমপালের প্রবন্ধ নির্ভর করে ডি পি আগরওয়ালের এবং কে নটরাজনের আরও একটা প্রবন্ধ তুলে দিলাম। বছর চারেক আগে এক লন্ডনের ইওরোপিয় ডাক্তার তুলে তুলেধরেছিলেন, কিভাবে প্লাস্টিক সার্জারি তারা উপমহাদেশের চিকিতসকেদের থেকে নকল করেছেন, সে ওয়েবসাইটটা হারিয়েছি।
কিন্তু যা আছে তা অতি গুরুত্বপূর্ণ।
সেই হারানো জ্ঞানের কাছে প্রণত হই।

এবারে Sharifus Salekin Shahanদাদার লেখাটি
আফ্রিকার এক ঝাড় ফুঁক কবিরাজের ( উইচ ডক্টর ) হাতে ব্রেন সার্জারি।
বর্তমানে আমেরিকা ইউরোপের সবচেয়ে জটিল ও খরুচে চিকিৎসা হল ব্রেন সার্জারি । অদুর ভবিষ্যতেও অবস্থা খুব একটা পাল্টাবে না।
অথচ দেখুন এক্কেবারে সাধারন যন্ত্রপাতি, কোন রকমের অপারেশন থিয়েটার নেই, অকিসজেন নেই এমন কি অজ্ঞান করার জন্য চেতনা নাশক নেই - আফ্রিকার প্রাচিন সেই বিদ্যা ইউরোপীয় আগ্রাসনের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে।
দীর্ঘ সময় ধরে সার্জারি চলছে তাই রোগিকে একটু বিশ্রাম দেয়া হল, সে কিছু খাওয়া দাওয়াও করল । সার্জনরাও খানিক বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সারলেন । তারপর আবার সার্জারি শুরু।
ওই গ্রাম্য কাবিরাজের হাতে ব্রেন সার্জারির সফলতার হার - মাত্র ৯৬ %।
https://www.facebook.com/299199820174323/videos/1031924580235173/?fref=mentions

No comments: