ললিতা, আমার ধারক, অহমিয়া সত্রিয়া, ওজাপালি আর দেওধনী নাচের গবেষণার স্বীকৃতি হাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় দশক আগে।
শুধু গবেষণা নয়, নাচগুলি গুরু Ramkrishna Talukdarএর অধীনে একমাত্র বাঙালি হিসেবে প্রদর্শন করেন পেশাদার হিসেবে।
ললিতার গবেষণার সময় তাঁর সঙ্গে অসমের সত্র ইত্যাদি ঘুরে, একটা নতুন জগতের দিক খুলে গিয়েছে আমার। কোন ধারণাই ছিল না শঙ্করদেব, মাধব দেব এরা কারা ছিলেন, মাজুলি বা পাঠসালার সত্র কি না জানলে ভারতের বহুধা বিভক্ত সমাজ জানার ক্ষেত্রে একটা ফাঁক থেকে যেত।
শুধু গবেষণা নয়, নাচগুলি গুরু Ramkrishna Talukdarএর অধীনে একমাত্র বাঙালি হিসেবে প্রদর্শন করেন পেশাদার হিসেবে।
ললিতার গবেষণার সময় তাঁর সঙ্গে অসমের সত্র ইত্যাদি ঘুরে, একটা নতুন জগতের দিক খুলে গিয়েছে আমার। কোন ধারণাই ছিল না শঙ্করদেব, মাধব দেব এরা কারা ছিলেন, মাজুলি বা পাঠসালার সত্র কি না জানলে ভারতের বহুধা বিভক্ত সমাজ জানার ক্ষেত্রে একটা ফাঁক থেকে যেত।
No comments:
Post a Comment