অধ্যায় ৫
বস্ত্র, পরিধেয় এবং উপনিবেশিকতাবাদঃ উনবিংশ শতকের ভারত
ওয়িয়েন্টালাইজিং
ইন্ডিয়া
সিপাহি যুদ্ধের
সময় ব্রিটিশেরা তাদের জবড়জং ভারি ইওরোপিয় পোষাক ছেড়ে বেরিয়ে এল, এবং পরিধেয়কে নতুন
করে সাজিয়ে তুলল। সিপাহি যুদ্ধের প্রতিবেদন পাঠাবার জন্যে ডবলিউ এইচ রাসেলকে
সাংবাদিক হিসেবে ভারতে পাঠিয়েছিল টাইমস, তিনি তার চিঠিতে লিখলেন,
আই হ্যাভ অফন থট
হাউ এস্টনিশড এন্ড সামথিং মোর, দ্য হর্সগার্ডস, অর দ্য অথরিটিজ, অর দ্য ক্লোদিং
ডিপার্টমেন্টস, অর হোয়াটএভার অর হুএভার ইট মে বি দ্যাট ইজ ইন্টারেস্টেড ইন দ্য
ওয়েটি ম্যাটার্স অব ইউনিফর্ম, এন্ড ডিসাইডস অন দ্য ব্রেদ অব দ্য কাফস, দ্য সাইজ অব
লেস, দ্য নেচার অব ট্রাউজার স্ট্রাপস, এন্ড দ্য কাট অব বটনস, উড বি এট দ্য
এস্পেকটস অব দিস ব্রিটিশ আর্মি ইন ইন্ডিয়া! হাউ গুড স্যর জর্জ ব্রাউন, ফর
ইন্সট্যান্স, উড স্ট্যান্ড এঘাস্ট এট দ্য সাইট অব দিজ সানবার্নট ‘বাশি-বাজুকস’ হু,
ফ্রম হিল টু হেড এন্ড আপওয়ার্ডস, সেট এট ডিফায়েন্স দ্য সাক্রেড ইনজাঙ্কশানস অব হার
ম্যাজেস্টিজ রেগুলেশনস! এক্সসেপ্ট দ্য হাইল্যান্ডার্স ... নট আ ক্রপস দ্যাট আই
হ্যাভ সিন স্পট আ মরসেল অব পিঙ্ক, অর শো আ ফ্রাগমেন্ট অব ইংলিশ স্কার্লেট। দ্য
হাইল্যান্ডার্স ওয়ার এক্সেন্ট্রিক শেডস অব গ্রে লিনেন ওভার দেয়ার বনেটস; দ্য কিল্ট
ইজ ডিসকার্ডেড ... লর্ড কার্ডিগান, ইন হিজ মোস্ট স্যাগেসিয়াস মোমেন্টস, উড নেভার
লাইট অন দ্য ফ্যাক্ট দ্যাট দোজ ডার্ক-ফেসড, বিয়ার্ডেড হর্সমেন, ক্ল্যাড ইন স্নোয়ি
হোয়াইট, উইথ ফ্ল্যাগলেস ল্যান্সেস গ্লিটারিং ইন দ্য সান, আর দ্য ওয়ার হার্ডেনড
ট্রুপার্স অব হার ম্যাজেস্টিজ ৯থ ল্যান্সার্স; অর দ্যাট ইয়ংডার গ্রে টিউনিকড
ক্যাভেলিয়ার্স, উইথ ইল-ডিফাইন্ড হেড-ড্রেসেস, বিলং টু দ্য কুইনস বে’স... এমাং দ্য
অফিসার্স ইন্ডিভিজুয়াল টেস্ট এন্ড ফ্যান্টাসি হ্যাভ ফুল প্লে। দ্য ইনফ্যান্ট্রি
রেজিমেন্টস, ফর দ্য মোস্ট পার্ট, আর ড্রেসড ইন লিনেন ফ্রকস, ডায়েড কার্কি অর গ্রে
স্লেট কালার – স্লেট-ব্লু ট্রাউজার্স, এন্ড শেকোজ প্রোটেকটেড বাই পুগারিজ অর লিনেন
কভার্স, ফ্রম দ্য সান... ইট ইজ রিয়্যালি ওয়ান্ডারফুল হোয়াট ফেডুন্ডিটি অর ইনভেন্সন
ইন দ্যট ড্রেস দেয়ার ইজ, আফটার অল, ইন দ্য ব্রিটিস মাইন্ড হোয়েন ইটস ট্যালেন্টস ক্যান
বি প্রপার্লি ডেভেলপড, টু বিগ্যান উইথ দ্য হেডড্রেস। দ্য ফেভারিট উইয়ার ইজ আ
হেলমেট অব ভ্যারিং শেপ, বাট অব ইউনিফর্ম আগ্লিনেস, ইন আ মোমেন্ট অব ইন্সপিরেশন সাম
ক্যালকাটা হেটার কন্সিভড, আফটার আ ক্লোজ স্টাডি অব দ্য এন্টিক মডেলস, দ্য গ্রেট
আইডিয়া অব রিভাইভিং, ফর এভরিডে উইজ দ্য অ ইন্সপায়ারিং হেড পিস অব পাল্লাজ এথেনি;
এন্ড দ্যাট রিমার্কেব্লি আনবিকামিং এফেয়ার... বিকেম দ্য প্রোটটাইপ অব দ্য ইন্ডিয়ান
টোপ ইন হুইচ দ্য ওয়াইজেস্ট এন্ড দ্য গ্রেটেস্ট অব ম্যানকাইন্ড লুকস সিমপ্লি
রিডিকুলাস এন্ড লুডিক্রুয়াস। হোয়াটএভার ইট মাইট ইন পলিশড স্টিল অর বার্নিশড মেটাল,
দ্য হেলমেট ইজ আ ডিক্লাইনড ফেইলিওর ইন ফেল্ট অর উইকাররওয়ার্ক অর পিথ অর এজ ফার এজ
এক্সটারনাল এফেকট ইজ কন্সার্নড। ইট ইজ ভেরিয়াসলি ফ্যাব্রিকেটেড, উইথ মেনি ভ্যারাইটিজ
অব ইন্টিরিওর ডাক্টস এন্ড প্যাসেজেস লিডিং টু এস্কেপ-হোলস ফর ইমাজিনারি হট এয়ার ইন
দ্য ফ্রন্ট অর টপ, এন্ড এরাউন্ড ইট আর টুইস্টেড ইনফাইনাইট কালার্স এন্ড ফর্মস অব
টার্বানস উইথ ফ্রিনজড এন্ডস এন্ড লেসড ফ্রিঞ্জেস। হোয়েন আ পিকক ফেদার, উইথ দ্য আইরিস
এন্ডস ডিস্প্লেইড, ইজ ইন্সার্টেড ইন দ্য হোল ইন দ্য টপ অব দ্য হেলমেট, অর ইজ
স্ট্রাক ইন দ্য পুগারি এরাউন্ড ইট, দ্য এফেক্ট অব দ্য কভারিং ইজ মাচ
এনহ্যানসড...আই হ্যাভ সিন মোর দ্যান ওয়ান পিস্তল ইন ওয়ান অব দ্য কমরবন্ধস, অর লং
শ্যাসেজ, হুইচ সাম অব আওয়ার অফিসার্স উইয়ার রাউন্ড স্টমাক ইন দ্য ওরিয়েন্টাল ফ্যাশনস।
বিপ্লবের পর উত্তরভারতে
সামাজিকভাবে শান্তি এলে সেনাকে আবার নতুন করে সাজানো হয়। বাংলা সেনাকে ভেঙ্গে
দেওয়া হয়। ইওরোপিয় সেনারা যারা কোম্পানির চাকরিতে ছিলেন তাদের অবসরভাতা দিয়ে বা
ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া যে সব ইওরোপিয় ট্রুপ ভারতে রয়্যাল ব্যাটেলয়ান
হিসেবে ছিল, তাদের সারা ভারতে ছড়িয়ে দেওয়া হল। ভারতীয় সেনায় ব্রিটিস সেনা
আধিকারিকেরা রাজার অধীনে এলেন এবং ভারতের বিভিন্ন ভারতীয় সেনাদের নিয়ে তৈরি
বাহিনীতে যোগ দিলেন। শিখেদের মত যোদ্ধা জাতিদের থেকে বাহিনীতে বেছে বেছে নেওয়া হতে
শুরু করল, ১৯১২য় মোট সেনার মধ্যে ২০% শিখ, ১৬% পাঞ্জাবি মুসলমান, ১২% গুর্খা,
রাজস্থানের রাজপুত ৮%, ডোগরা আর গাড়োয়ালিরা ৭.৫%, পাঠান ৮ শতাংশ, জাট ৬%। বাকি
সেনারা এল মারাঠা, ব্রাহ্মণ, হিন্দুস্থানী মুসলমান এবং অন্যান্য হিন্দুদের থেকে
যাদের মধ্যে তামিল আর তেলুগুরা সংখ্যাগরিষ্ঠ।
No comments:
Post a Comment