কেন এই বলছি আমারা ছোটলোকেরা রাষ্ট্র নিরপেক্ষ আর ভদ্রবিত্তরা মূলিত রাষ্ট্র নির্ভর - ঢাকা(সুরক্ষিত পথের দাবি), কলকাতার(হস্টেলের দাবি) সাম্প্রতিক ছাত্র আন্দোলনের(যাদের ইতিহাস পরস্বার্থে আন্দোলন) দাবিগুলি লক্ষ্য করুণ তাহলেই পরিষ্কার হয়ে যাবে । সবই রাষ্ট্রের কাছে দাবি জানানো।
ভদ্রবিত্তদের জীবনের প্রত্যেক পলে রাষ্ট্রের অদৃশ্য নিয়ন্ত্রণ জাঁকিয়ে বসেছে, ছোটবেলায় ন্যুনতম মাইনেয় সরকারি বিদ্যালয়ে(বা কর্পোরেট যোগ্য হবার জন্যে বেসরকারি বিদ্যালয়ে) পড়াশোনা থেকে শুরু করে পরিণত বয়সে রাষ্ট্রের বা রাষ্ট্র পোষিত কর্পোরেটদের স্নেহচ্ছায়ায় চাকরি, ব্যবসা, দালালি এবং বৃদ্ধ বয়সে উপার্জনের অর্থ সুরক্ষিত রাখার (ছোটলোকেদের টাকা লুঠের) জন্যে ব্যঙ্ক ব্যবস্থা।
No comments:
Post a Comment