তানসেন সেন চিনা সূত্রে(Jiu Tang shu - The Old History of the Tang [Dynasty] ) হর্ষের মৃত্যু(৬৪৭ খ্রি) এবং তার পরে ইতিহাসের নিস্তব্ধতা ভেঙ্গেছেন.। হর্ষকে হত্যা করে Aluonashun অথবা Arunasa(?) কনৌজের সিংহাসন অধিকার করে এবং Wang Xuanceএর কনৌজে থাকা দৌত্য বাহিনীকে আক্রমন করে। ওয়াং এবং তার সহকারী Jiang Shiren পালিয়ে যেতে সমর্থ হয় এবং তিব্বতে পৌঁছে ১২০০ সৈন্য এবং ৭০০ নেপালি সেনা নিয়ে অরুনাসের রাজ্য আক্রমন করে। তিনদিন ধরে ভীষণ যুদ্ধ হয়। ওয়াংএর বাহিনী ৩ হাজার অরুনাসের সেনার মস্তিষ্কছেদ করে। ১০ হাজার সেনা নদীর জলে ঝাঁপিয়ে পড়ে ডুবে মরে। অরুনাস পালিয়ে গেলেও জিয়াং তাকে ধরে চিনে নিয়ে যায়। যুদ্ধের সাফল্যে ওয়াংকে চিন রাজসভা থেকে Grand Master for Closing Court উপাধিতে ভূষিত করা হয়।
অরুনাস কে সে বিষয়ে উপমহাদেশিয় ইতিহাস নিস্তব্ধ। কিন্তু চিনাসূত্রে জানা যাচ্ছে অরুনাস হয়ত ত্রিহুতের(Dinafudi বা তীরভূক্তি বা ত্রিহূত) রাজা, যুদ্ধ হয় চম্পারনে(Chabuheluo) এবং গণ্ডকী নদীর (Qiantuowei) তীরে। তানসেনের বক্তব্য হর্ষকে যদি হত্যাই করা হত তাহলে তার ৬০০ বছর পরে লেখা রাজতরঙ্গিনীতে সেই ঘটনার উল্লেখ থাকত। যতদূর সম্ভব হর্ষের স্বাভাবিক মৃত্যু ঘটে।
Indian sources fail to tell us definitely when and how Harsa died. Nor is the role of the Indian King Aluonashun (Arunasa?), described in Tang sources as the usurper of Harsa's throne, in the destruction of Kanauj mentioned in any available Indian records. Indeed, the only clues about the two events, as the section on the death of Harsa in Devahuti's study illustrates, come from Chinese material.In the fourth lunar month of the twenty-second year of the Zhenguan period (April-May 648) , the Chinese sources inform us, soldiers led by Arunasa attacked Wang Xuance and his entourage. Most of the members of the Chinese embassy were either killed or captured by the Indian attacker. Only Wang Xuance and his second-in-command Jiang Shiren escaped. After they arrived in Tibet, the two members of the Chinese embassy assembled a regiment of twelve hundred mercenaries and more than seven hundred Napali cavalry. The Xuanceled army then launched an attack on Arunasa . "In three days of continuous fighting," reports the Jiu Tang shu (The Old History of the Tang [Dynasty] ) , the troops led by Wang Xuance "completely overpowered the barbarians. More than three thousand people were beheaded, and those who jumped into the water and died by drowning numbered more than ten thousand. Arunasa abandoned the city and fled, [but] Shiren pursued and captured him. The men and women who were taken captive numbered two thousand, and the cows and horses seized were more than thirty thousand. India trembled at these [events] . [Wang Xuance] returned [to China] taking Arunasa as a captive." For his success in the battle, Wang Xuance was bestowed the prestigious title of the Grand Master for Closing Court.
তানসেন সেন, বুদ্ধিজম, ডিপ্লোম্যাসি এন্ড ট্রেড, ২৩ পাতা
No comments:
Post a Comment