Thursday, August 30, 2018

ভারত-চিন যৌথ বাণিজ্যের দুটি বাণিজ্য মানচিত্র

তানসেন সেনের এই বইতে নিরদ চৌধুরীর পুত্র কীর্তি নারায়ণ চৌধুরীর বই থেকে ভারত-চিন যৌথ বাণিজ্যের যে দুটি বাণিজ্য মানচিত্র উপস্থাপন করেছেন সে দুটি তুলে দেওয়া গেল।
সে সময়ের উপমহাদেশের চারটি বন্দর পূর্ব উপকূলের সাতগাঁ, নাগাপট্টিনাম এবং পশ্চিম উপকূলের কালিকট ও ক্যাম্বে দক্ষিণ পূর্ব এশিয়ার তিনিটি বড় বন্দর কিভাবে মালাক্কা ক্যান্টন এবং জাইটন আর পশ্চিমে মাসকাট হরমুজ বসরা মোগাদিসু আদেন আর জেড্ডার সঙ্গে পণ্য আদানপ্রদান করত সেটি উপস্থাপন করছেন।

No comments: