তানসেন সেনের এই বইতে নিরদ চৌধুরীর পুত্র কীর্তি নারায়ণ চৌধুরীর বই থেকে ভারত-চিন যৌথ বাণিজ্যের যে দুটি বাণিজ্য মানচিত্র উপস্থাপন করেছেন সে দুটি তুলে দেওয়া গেল।
সে সময়ের উপমহাদেশের চারটি বন্দর পূর্ব উপকূলের সাতগাঁ, নাগাপট্টিনাম এবং পশ্চিম উপকূলের কালিকট ও ক্যাম্বে দক্ষিণ পূর্ব এশিয়ার তিনিটি বড় বন্দর কিভাবে মালাক্কা ক্যান্টন এবং জাইটন আর পশ্চিমে মাসকাট হরমুজ বসরা মোগাদিসু আদেন আর জেড্ডার সঙ্গে পণ্য আদানপ্রদান করত সেটি উপস্থাপন করছেন।
সে সময়ের উপমহাদেশের চারটি বন্দর পূর্ব উপকূলের সাতগাঁ, নাগাপট্টিনাম এবং পশ্চিম উপকূলের কালিকট ও ক্যাম্বে দক্ষিণ পূর্ব এশিয়ার তিনিটি বড় বন্দর কিভাবে মালাক্কা ক্যান্টন এবং জাইটন আর পশ্চিমে মাসকাট হরমুজ বসরা মোগাদিসু আদেন আর জেড্ডার সঙ্গে পণ্য আদানপ্রদান করত সেটি উপস্থাপন করছেন।
No comments:
Post a Comment