Thursday, August 30, 2018

উপমহাদেশ চিনের স্থলপথ বাণিজ্য - চিলাস-গিলগিট রাস্তা

মধ্যএশিয়া এবং চিন হয়ে উপমহাদেশে আসা আরেকটি রাস্তা ছিল খোটান থেকে শুরু করে গিলগিট এবং চিলাস হয়ে লাদাখ অঞ্চলের মাধ্যমে। ব্রিটিশ লাইব্রেরিতে রাখা ১০০২ সালের খোটানের শক ডকুমেন্ট জানাচ্ছে এই রাস্তার কথা। এটি ডুনহুয়াঙ্গে কাশ্মীরের রাজা অভিমন্যুগুপ্ত(৯৫৮-৯৭২)র কাছাকাছি সময়ে লেখা হয়। এটি গুরুত্বপূর্ণ কারণ দশম শতে কাশ্মীরে বৌদ্ধদের উপস্থিতি প্রমান করে।
Also connecting Central Asia and China to northern India was the route from Khotan through Gilgit and Chilas to the present-day Ladhak region of northern India. The frequent use of this route is demonstrated by archeological and written sources. A Khotanese Saka document (1002 খ্রি) in the Stein Collection housed at the British Library in England gives a vivid description of the markets and Buddhist communities along this route. The document, written in Dunhuang during the reign of the Kasmi ri King Abhimanyugupta (958-972 ) is important in many respects. First, it confirms the survival, as was argued in the previous chapter, of Buddhist communities in Kasmir in the tenth century.
তানসেন সেন, বুদ্ধিজম ডিপ্লোম্যাসি এন্ড ট্রেড, ১৬৯ পাতা

No comments: