বাংলার কারিগরদের আমি দেখিয়াছি, তাই আমি ভদ্রবিত্তের রূপ
খুঁজিতে যাই না আর; আজও জেগে থাকে পলাশীর বিশ্বাসঘাতক
অভিজাত মুখ; রিক্ত বাংলায় তাকিয়ে থাকে সিরাজের অতৃপ্ত
হৃদয় ভোরের দোয়েলের ডাকে; জেগে দেখি ৭৬এর বাঙ্গালির লাশ
জাম-বট-কাঁঠালের-হিজলের-অশ্বত্থের তলে হয়ে আছে স্তুপ
ফণীমনসার ঝোপে শটিবনে নবজাগরিত ডেপুটিদের ছায়া পড়ে;
মধুকর ডিঙা চিরস্থায়ী ডুবেছে সে কবে চাঁদ চম্পার কাছে;
এমনই হিজল-বট-তমালের অতীত সোনা-বাংলার অপরূপ রূপ
দেখেছিল; বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে
দেখেছিল থালা হাতে ৪৯এর মা ফ্যান চায়; সোনালি ধানের পাশে
অশ্বত্থ বট দেখেছিল, অসংখ্য বেওয়ারিশ লাশ; তবুও আউল বাউল
খন জারি সারির গান আজও তারা পালে পোষে উত্তুঙ্গ হৃদয়ে;
আগ্রাসী কর্পোরেট - রিক্ত নিঃস্ব ছোটলোকেরা কোমর বাঁধে গ্রাম গঞ্জে
বাংলার নদী মাঠ ভাঁটফুল অগণন কালের মতো পাশে থাকে তার।
No comments:
Post a Comment