Friday, July 15, 2016

খুশি থাকার দেশ




কাল দিনাজপুর থেকে ফেরার সময় ধর্মতলায় উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাসের পাদানিতে দাঁড়িয়ে আছি, পাশে এসে চুপটি করে দাঁড়াল ভূটান সরকারের বাসটি। সেই বাসের গায়ে লেখা কয়েকটি শব্দ, যেগুলি আজকের শুধুই চাওয়া পাওয়া নির্ভর অর্থনীতির সরাসরি উল্টোদিকে অবস্থান করছে।
শত কুর্ণিশ সেই দেশের সমাজপতিদের, যারা এই সব পাইয়ে দেওয়ার আন্তর্জাতিক অর্থনীতির বাইরে দাঁড়িয়ে বলতে পারেন, আমাদের দেশের একমাত্র উদ্দেশ্য মানুষকে খুশি রাখা।
তাই এই বাসটার গায়ে লেখা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এক্সপ্রেস...
হাসি খুশির দেশের মানুষের জন্য শুভেচ্ছা...

No comments: