রাণী ভবানীর দেওয়ান দয়ারাম রায় লড়াই করে লুঠ করা পণ্য কেড়ে আনলেন ইংরেজ বণিকদের থেকে।রাণীর বোয়ালিয়া কুঠিতে রাখা এই পণ্য দখল করতে সেনা নিয়ে এল ইংরেজরা। একই সঙ্গে বাংলার নানান এলাকায় চলতে লাগল পাইক ইত্যাদিদের স্বাধীনতার লড়াই। এই দুই অভিজ্ঞতায় জমিদারদের সমস্ত নগদী সৈন্য বরখাস্ত করল ইংরেজরা - নগদী সৈন্য মানে অস্থায়ী সৈন্য, যারা চাষ ছাড়াও ছাউনিতে থেকে যুদ্ধ করত - বিহারী পাইক ছাড়া আর কিছুই রাখতে পারল না জমিদারেরা। গনগনির মাঠে এক দিনেই কয়েক হাজার পাইককে কামানের সামনে বেঁধে আর গাছে ঝুলিয়ে হত্যা করল ইংরেজরা।
বাগদী, ডোম ইত্যাদি সক্কলে ডাকাত হল। ডোমেরা আজও অসাধারণ বাঁশের কাজ করেন। এরা জমিদার স্বচ্ছল আর ইংরেজদের ওপর আক্রমন করতেন।
এগুলো চিরস্থায়ী বন্দোবস্ত্রের আগে। চিরস্থায়ী পরে আরও ব্যাপক হারে। কারিগরেরা চাষীরা ডাকাত হল।
বাগদী, ডোম ইত্যাদি সক্কলে ডাকাত হল। ডোমেরা আজও অসাধারণ বাঁশের কাজ করেন। এরা জমিদার স্বচ্ছল আর ইংরেজদের ওপর আক্রমন করতেন।
এগুলো চিরস্থায়ী বন্দোবস্ত্রের আগে। চিরস্থায়ী পরে আরও ব্যাপক হারে। কারিগরেরা চাষীরা ডাকাত হল।
No comments:
Post a Comment