দেবী শীতলা।নামান্তরে ইনিই হারিতী।ইনিই শিশুখাদিকা। হিন্দুকুশের পশ্চিমে ইনিই হারহুতি নামে সম্বোধিতা হতেন। হ স্থানে স আদেশ করলেই সরস্বতী,হারিতী,শীতলা যে এক বোঝা যাবে।যেকোনো ব্যাধিবিনাশনী দেবীই জলদেবী।
সঙ্গে Sanjay Ghoshদার মন্তব্য - পাকিস্তানের পাঞ্জাবে একসময় শীতলা মন্দির ছিল পূজা হত এখন তেমন হয় না পরিত্ত্যক্ত । ।ভারতের পাঞ্জাবে এখনো হয় ।সিন্ধু অঞ্চলের সাত নদী সাত দেবী ভগ্নী হিসেবে পূজিতা হতেন প্রাচীন সিন্ধু অঞ্চলে ।পাকিস্তান এর রাজধানী ইস্লামাবাদের মিউজিয়ামে একটি মহেঞ্জোদাড় থেকে পাওয়া সিলে সাত নারী দাঁড়িয়ে থাকতে দেখা যায়।ওপরে এক মহিষ এর শিং মাথায় দেবতা সম্ভবত তাঁকে পুজা করা হচ্ছে ।বিস্তারিত যাচ্ছি না ।বেদে সাত নদী সাত ভগিনি বলা হয়েছে সিন্ধু সরস্বতী ইত্যাদি ।ভারতবর্ষের সিন্ধু পরবর্তী রাজস্থান গুজরাট,মহারাষ্ট্র,কর্নাটক গোয়া তামিলনাড়ু সমুদ্র তীরবর্তী রাজ্যগুলিতে উড়িশ্যা পশ্চিম বাংলা তারপর বিহার ঝাড়খন্ডে এই সুন্দর অবধি এই সাত দেবী পুজা পান।এঁদের মধ্যে বিবি মা ডায়রিয়া থেকে উদ্ধারেরত দেবী এঁদের একজনকে বলা হয় ঝেঁটুনে বিবি তিনি নিশ্চয় শীতলা
No comments:
Post a Comment