ভদ্রবিত্তের সব কিছু বাদ দিয়ে একমুখী হয়ে কোনও একটা কিছু শেখা আর সমাজে হৃদিঅক্ষে দাঁড়িয়ে থেকে, তার একজন হয়ে অভদ্রবিত্ত দৈনন্দিনের প্রতিপলে হাজারো কাজ করতে করতে নানান কিছু আত্মীভূত করে নেওয়া, এই দুই জ্ঞানচর্চার মধ্যে আকাশ পাতাল তফাত। আপনি, আমি উভয়েই সেটা জানি - কিন্তু আপনায় আমায় ভদ্রবিত্তামি প্রবল হয়ে উঠলেই, বিস্মরণ ঘটে।
যেমন বাউল গান, গান নয়, সাধনঅঙ্গ। সে সাধন ইত্যাদি করাই আদতে গান। আলপনা মহিলা জ্ঞানচর্চার সঙ্গ - তাঁরা সমাজ পরিবারের কাজ সাধন করতে করতেই আত্মস্থ করেন।
গজল রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি তা নয় - তাতে যতই অন্য নানান সংশ্লেষী উপাদান থাক।
যে জন্যে একজন শ্রমিক/কারিগর স্বধর্মেই সামাজিক - তিনি সহজেই হাজারো কাজ পারেন - কারণ তিনি কোনও কিছুই শেখেন না কিন্তু প্রায় হাজারো সামাজিক কিছুই তিনি আত্মস্থ করেন।
No comments:
Post a Comment