Sunday, March 29, 2020

প্রসঙ্গ গেঁদা ফুল

ভদ্রবিত্তের দায় নবজাগরণের ইকোসিস্টেমে
বা ভারতীয়ত্বের ঐক্য-বাক্য জাত মাণিক্যে
শুধু হিন্দি সাম্রাজ্যবাদকে দোষ চাপিয়েই কী পার পাবে বাংলাবাদীরা? বাম গণসঙ্গীত লেখক, সুরকার সলিল চৌধুরী যে সব অশহুরে সুর নিয়েছেন তাঁর কোনও আঙ্গিক লেখেন নি, তিনি প্রচলিত লিখেছেন, দায় স্বীকার করেন নি - এবং এই সুরের আত্মীকরণের(ঝেড়ে দেওয়া আর বললাম না কারণ তাদের অনেকেই আমার ছোটবেলার আইডল) প্রবণতা বহুকাল ধরে চলেছে, আজও চলছে, ভবিষ্যতেও চলবে।
বাংলায় বাংলার বাইরে থাকা যে সব বাঙালি, দল এবং ব্যক্তি ফোক গেয়ে, ফোক লিখে, ফোকের সুর বনিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন, তাদের সেই পঞ্চাশ বছর আগেও অশহুরে কৃষ্টির প্রতি কোনও দায় ছিল না আজও কোনও দায়িত্ব নেই।তাদের দায় নবজাগরণের ইকোসিস্টেমে আর ভারতীয়ত্বের ঐক্য বাক্য জাত মাণিক্যে। মেকলে এবং বেকনিয় তত্ত্বে জারিত নবজাগরিত বাঙ্গালির বেড়ে ওঠাতেই সমস্যা, শুধু হিন্দি সাম্রাজ্যবাদকে দুষে কী হবে?
ইওরোপের তৈরি সমগ্র ফোকতন্ত্র ঔপনিবেশিক সমাজবিদ আর নৃতাত্ত্বিকদের জাতিবাদী অবদান, ধ্রুপদীত্বের বাইরে ছোট ছোট মানুষ, লিটল কালচার নিয়ে নিজেদের পিঠ চাপড়ানো। ব্রেখট থেকে হালের ইওরো-আমেরিকিয় তাত্ত্বিকেরা সক্কলে ফোকিয়,আদার তত্ত্বে মশগুল।
এতে বাংলার গ্রাম সমাজের কোনও কিছুই যায় আসে না। গ্রামীনেরা যেমন ছিল ৫০ বছর আগে আজও তেমন আছে।
আন্তর্জাতিক ফোক ব্যবসার পতন হোক।
নবজাগরিত ফোকিয় বাঙ্গালির পতন হোক।

No comments: