বহুকাল ধরে জেসুইটরা ভারতে আসছেন জ্ঞানের খোজে। তারা আকবরের সময়ও ছিলেন। ১৭৬০ সালে ভলতেয়ারকে জেসুইট পাদ্রি, লুই ররেন্ট দ্য ফেদারবে(Louis-Laurent de Federbe) এই নামে একটি পাণ্ডুলিপি দেন। লিপি ভাষাও ফরাসী। বলা হল এটি সংস্কৃত থেকে অনুবাদ। প্রাচীনতম ধর্মগ্রন্থ। এটতেই মুল বেদের সূত্র লেখা আছে।তিনি মনে করতেন এটি সব থেকে পুরোনো ধর্ম। বইটি প্রকাশ পায় ১৭৭৮ সালে, যে বছর তিনি মারা যান। ১৭৮২ সালে এই বইটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ১৮২২ সালে প্রমান হয় যে এটি মুল ফরাসিতেই লিখেছেন ফরাসী জেসুইট পাদ্রি। সংস্কৃততে লেখা বেদের সঙ্গে কোন সম্পর্ক নেই।
এটির নামের সঙ্গে যজুর্বেদের কোন সম্পর্ক নেই।
এটি নিয়ে লুডো রোশার, যিনি মূলত জোনস এবং কোলব্রুকের ওপর কাজ করেছেন, একটি পূর্ণ দৈর্ঘের অসাধারণ বই লেখেন।
বইটি প্রয়োজনে নামান।
https://drive.google.com/file/d/1IrqZqicerzu6cj78pd2vCYvUcApuBs9T/view?usp=sharing
No comments:
Post a Comment