Monday, July 8, 2019

পলপটদের গণহত্যা বনাম আধুনিকদের গণহত্যা

গণহত্যা বাদ দিলে পলপট-খমের রুজদের তত্ত্ব অনুগামী হয়ে উঠছি।
খমের রুজ কম্বোডিয়ার গুরুত্বপূর্ণ জাতি। তারা বামপন্থী। তারা ঠিক করে কৃষিভিত্তিক দেশ তৈরি করতে হবে। কলেজ, বিদ্যালয়, ইঞ্জিনিয়ার এরা সকলে কৃষকের উদ্বৃত্তের ওপরে খায়। এদেরে সক্কলকে বাধ্যতামূলক কৃষি কাজ করতে গ্রামে পয়াঠিয়ে দেন বিদ্যালয় বন্ধ করে।
কিন্তু খারাপটা হল এরা অন্য জাত এবং বুদ্ধিজীবিদের ওপর গণহত্যা চালায়। যদিওSomnathএর মত, প্রগতিশীল আধুনিকেরা বিশ্বজুড়ে যে পরিমান গণহত্যা, মানবতার ওপর নির্যাতন চালিয়েছে যেটা মানব সভ্যতার ইতিহাসে অভূতপূর্ব।এবং খমেররা সে অঙ্কে ইওরোপিয়র কাছে তুশ্চু।

No comments: