যারা আজ আপনাকে আমাকে আমাদের দেশকে সভ্য, শিশুশ্রম মুক্ত দেশ হবার আহ্বান জানাচ্ছে, তারা মাত্র দুশ বছর আগে কিভাবে বিশ্ববিদ্যালয়, বিচারব্যবস্থা স্থাপন করে দাস ব্যবস্থাজাত অর্থনীতি সচল রাখাকে আইনি বৈধতা দিয়েছিল, সেগুলি আরেকবার মনে করিয়ে দেওয়ার দরকার আছে, ঠিক যেমন করে ঔপনিবেশিকেরা দেশকে অবাধে লুঠ করতে দেওয়ার এবং নিজেদের মহান রূপে প্রতিভাত করার শর্তে এই দেশে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা অবাধে চলতে দিয়েছিল এবং অনেকেই একে ঐশীকর্ম হিএবে চিহ্নিতও করেছিলেন।
'University, Court, and Slave' reveals long-forgotten connections between universities and pro-slavery thought. Proslavery faculty wrote about the economic and historical importance of slavery and helped shape a proslavery jurisprudence that made it harder to free slaves and pushed the South towards Civil War.
No comments:
Post a Comment