এই ছবিতে যে coverlet বা শয্যা আস্তরণীটি দেখা যাচ্ছে, সেটি ৩০ এপ্রিল লন্ডনের নিলাম কোম্পানি Bonhamsএতে ১৫০ নম্বর লটে বিক্রি হয়েছে প্রায় ৯ লক্ষ টাকারও বেশি দামে[An Indo-Portuguese embroidered coverlet (colcha) Bengal, 17th Century Sold for £ 10,687 (INR 918,292) inc]। এটি premiumতম দামে বিক্রি হয়েছে।
১৫০০ শতাব্দ থেকে পর্তুগিজেরা ইওরোপে এই ধরণের বিপুল পরিমান বাঙলার কাঁথা নিয়ে যায়। এগুলি আরুইন বলছেন সাতগাঁও কুইলট।কাঁথাগুলি মূলর্ত রেশম কাপড়ের ওপর বোনা। হার্মাদেরা বাঙলার অন্যান্য বস্ত্রের সঙ্গে রেনেসাঁস ফ্যাশান হিসেবে বাঙলার বিশেষ করে বাবনান, সাতগাঁও ইত্যাদি অঞ্চলের মহিলাদের রেশমে বোনা কাঁথাকে ইওরোপে নিয়ে যেতে শুরু করে। কাঁথা ছাড়াও বাবনান অঞ্চল থেকে যেত চিকনএর কাজ, যা পরে বাংলা থেলে লক্ষ্ণৌতে গিয়েছে। বাঙলার কাঁথাকে তারা লাক্সারি এবং এক্সটিক দ্রব্য হিসেবে বিক্রি করতে থাকে। এগুলির অধিকাংশ ইওরোপের রাজ এবং অভিজাত পরিবারগুলিতে সংগৃহীত আর ব্যব্যহৃত হত - বিশেষ করে ব্রিটেন এবং পর্তুগালে। অস্ট্রিয়ার ক্যাথেরিন (১৫০৭-৭৮) যিনি তৃতীয় হোয়াও[João III](১৫২১-৫৭)কে বিবাহ করেন, ১৫৫৮তে বাঙলার কাঁথা সংগ্রহ করেছিলেন তার উদাহরণ আছে। এই ধরণের পর্তুগিজ Renaissance Kunstkammerএর উদাহরণ হল Calouste Gulbenkian Museum, 2001, p184, no. 73এর এই কাঁথার লটটি।এগুলি পর্তুগিজ ভাষায় colcha নামে অভিহিত যা বাংলা থেকে ইওরোপে যাওয়া এই ধরণের শিল্পকর্মের অন্যতম।
কাঁথাটির বর্ণনা of rectangular form, embroidered on a natural silk ground with a central quatrefoil cartouche containing a roundel, the corners with partial circles, all filled with intricate floral interlace, two borders of scrolling floral interlace, with silk tassled edged, with linen backing 273 x 205 cm
No comments:
Post a Comment