সুধী বন্ধুরা
বাংলাদেশের সঙ্গে ভারতের আর বাংলার সকলে রয়েছি.
আগামী ১ মার্চ, ২০১৩, বাঙলাদেশের ঘটনাবলীতে উদ্বিগ্ন হয়ে, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের পাশে দাঁড়াতে কলকাতার একাডেমি অব ফাইন আর্ট্সএর সামনে বিকেল পাঁচটায় একটি সংহতি দিবসের ডাক দেওয়া হয়েছে. এর পর সংহতি মঞ্চের একটি দল বাংলাদেশ দূতাবাসে একটি স্মারকলিপি দেবেন.
সম্ভবতঃ এই সভায় বাংলাদেশ থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন.
এই সভা বিষয়ে আলোচনা করতে বউবাজারে হকার সংগ্রাম কমিটির দপ্তর, শিবমন্দির বাস স্টপ, ১৬/১৭, কলেজ স্ট্রিট, কলকাতা - ১২য় বিকেল পাঁচটায় একটি প্রস্তুতি সভার র আয়োজন করা হয়েছে.
গুরুত্ব বুঝে সেই প্রস্তুতি সভায় সক্রিয়ভাবে আপনিও অংশগ্রহন করবেন এই আহ্বান জানাই.
নিবেদনে,
বাংলাদেশ সংহতি মঞ্চ
জয়া মিত্র(ভূমধ্যসাগর, লোকনদী),০৯৮৭৪৩৭৩৬৭৬
মধুমঙ্গল মালাকার, বিশ্বেন্দু নন্দ(বঙ্গীয় পারকম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ, সাউথ এশিয়ান গ্রাসরুট ডেভেলাপমেন্ট ফোরাম, কলাবতী মুদ্রা),০৯১৬৩৮২৫৯৯৪
চন্দ্রশেখর ভট্টাচার্য, সাংবাদিক,৯৪৩৩৩৪৫০৬৯
বাংলাদেশের সঙ্গে ভারতের আর বাংলার সকলে রয়েছি.
আগামী ১ মার্চ, ২০১৩, বাঙলাদেশের ঘটনাবলীতে উদ্বিগ্ন হয়ে, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের পাশে দাঁড়াতে কলকাতার একাডেমি অব ফাইন আর্ট্সএর সামনে বিকেল পাঁচটায় একটি সংহতি দিবসের ডাক দেওয়া হয়েছে. এর পর সংহতি মঞ্চের একটি দল বাংলাদেশ দূতাবাসে একটি স্মারকলিপি দেবেন.
সম্ভবতঃ এই সভায় বাংলাদেশ থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন.
এই সভা বিষয়ে আলোচনা করতে বউবাজারে হকার সংগ্রাম কমিটির দপ্তর, শিবমন্দির বাস স্টপ, ১৬/১৭, কলেজ স্ট্রিট, কলকাতা - ১২য় বিকেল পাঁচটায় একটি প্রস্তুতি সভার র আয়োজন করা হয়েছে.
গুরুত্ব বুঝে সেই প্রস্তুতি সভায় সক্রিয়ভাবে আপনিও অংশগ্রহন করবেন এই আহ্বান জানাই.
নিবেদনে,
বাংলাদেশ সংহতি মঞ্চ
জয়া মিত্র(ভূমধ্যসাগর, লোকনদী),০৯৮৭৪৩৭৩৬৭৬
মধুমঙ্গল মালাকার, বিশ্বেন্দু নন্দ(বঙ্গীয় পারকম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ, সাউথ এশিয়ান গ্রাসরুট ডেভেলাপমেন্ট ফোরাম, কলাবতী মুদ্রা),০৯১৬৩৮২৫৯৯৪
চন্দ্রশেখর ভট্টাচার্য, সাংবাদিক,৯৪৩৩৩৪৫০৬৯
No comments:
Post a Comment