এখন আমরা দেখব ব্রিটিশ শাসনের আগে যেসব মহামারী ঘটেছে তার বিশদ তালিকা
কবে স্থান কারণ
একাদশ শতাব্দ(দুটি) স্থানীয় অনাবৃষ্টি
ত্রয়োদশ শতাব্দ(একটা) দিল্লিতে কারণ জানা
য়ায় না
চতুর্দশ শতকে(তিনটে) স্থানীয় যুদ্ধের
জন্য শষ্যহানি
পঞ্চদ শতকে(দুটি) ঐ ঐ
ষোড়শ শতাব্দ(তিনটি) ঐ অনাবৃষ্টি
সপ্তদশ শতাব্দ(তিনটি) সর্বত্র অরাজকতা
অষ্টাদশ শতাব্দের প্রথমার্ধ(চারটে) স্থানীয় অনাবৃষ্টি
এবার ব্রিটিশ শাসনে যে সব মন্বন্তর ঘটেছে তার বিশদ
১৭৬৯-৭০ ছিয়াত্তরের মন্বন্তর- বাঙলা সুবা ইংরেজদের খাদ্যসশ্যের ব্যবসা, অনাবৃষ্টি,
বাঙলায় এককোটি, বিহারে অন্ততঃ তিরিশ লক্ষেরও বেশি মানুষকে না খেতে দিয়ে মন্বন্তর
ঘটিয়ে হত্যাকন্ড করেছে ব্রিটিশ রাজ
১৭৮৩ মাদ্রাজ,
বোম্বাই মৃত কত আজও
হিসেব চলছে
১৭৮৪ উত্তর
ভারত ঐ
১৭৯২ মাদ্রাজ,
হায়দারাবাদ, বোম্বাই ঐ
দাক্ষিণাত্য,
গুজরাট, মারোয়াড়
১৮০২ বোম্বাই ঐ
১৮০৩-৪ উত্তরপশ্চিম
সামান্ত প্রদেশ, রাজপুতানা ঐ
১৮০৫-০৭ মাদ্রাজ ঐ
১৮১১-১৪ ঐ সামান্য
১৮১২-১৩ রাজপুতানা
পাঞ্জাব ২০ লক্ষ
১৮২৩ মাদ্রাজ কত কেউ
জানেনা
১৮২৪-২৫ বোম্বাই,
উত্তর-পশ্চিম সীমান্ত ঐ
১৮৩৩-৩৫ উত্তর
মাদ্রাজ, বোম্বাই ঐ
১৮৩৭-৩৮ উত্তর
ভারত ১০ লক্ষ
১৮৫৪ মাদ্রাজ কত কেউ
জানেনা
১৮৬০-৬১ উত্তর-পশ্চিম
সীমান্ত পাঞ্জাব ৫ লক্ষ
১৮৬৫-৬৬ ওড়িশার
৬টা জেলা, বিহার ও
উত্তরবঙ্গ,
মাদ্রাজ ১,৩০,০০০
১,৩৫,০০০, ৪,৫০,০০০,
১৮৬৮-৬৯ রাজপুতানা ১২ লক্ষ ৫০ হাজার
উত্তর
পশ্চিম সীমান্ত প্রদেশ ৬ লক্ষ
পাঞ্জাব ৬ লক্ষ
মধ্যভারত ২,৬০,০০০
মুম্বাই কত কেউ
জানেনা
১৮৭৩-৭৪ বাঙলা,
বিহার, অযোধ্যা,
উত্তর
পশ্চিম সীমান্ত ঐ
১৮৭৬-৭৭ বেম্বাই ৯ লক্ষ
হায়দারাবাদ ৭০ হাজার
মাদ্রাজ,
উত্তর পশ্চিম সীমান্ত
আর
অযোধ্যা ৮২,৫০,০০০
মহীশূর ১১,০০,০০০
১৮৮০ দাক্ষিণাত্য,
দক্ষিণ বোম্বাই,
মধ্যপ্রদেশ,
হায়দারাবাদ,
উত্তর
পশ্চিম সীমান্ত অজ্ঞাত
১৮৮৪ বাঙলা,
বিহার, ছোটনাগপুর,
মাদ্রাজের
কয়েকটি জেলা, অজ্ঞাত
১৮৮৬-৮৭ মধ্যভারত অজ্ঞাত
১৮৮৮-৮৯ বিহার,
ওড়িশা, গঞ্জাম
মাদ্রাজ,
কুমায়ুন, গাড়োয়াল ১৫ লক্ষ
১৮৯১-৯২ মাদ্রাজ,
বোম্বাই, দাক্ষিণাত্য, বাঙলা ১৬ লক্ষ ২০
হাজার
১৮৯৫-৯৭ বুন্দেলখন্ড,
উত্তর-পশ্চিম সীমান্ত
বাঙলা,
অযোধ্যা, মধ্যভারত ৫৬,৫০,০০০
১৮৯৯-১৯০০ ভারতের
সর্বত্র ২৫ লক্ষ
১৯০১ গুজরাট,
দাক্ষিণাত্য, বোম্বাই
কর্ণাটক,
মাদ্রাজ, পাঞ্জাবের দক্ষিণ ৭,০৫,০০০
অমর্ত্য সেন বন্দিত গণতন্ত্রিক ব্রিটিশ সরকারের হিসেবে ১৮৫৪ থেকে ১৯০১
পর্যন্ত ভারতে দুর্ভিক্ষের মৃত্যুর সংখ্যা ছিল ২ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার। এগুলি শুধুই
সংখ্যামাত্র। এ আগে
কত ঘটেছে শুধু অনুমান করাযায়মাত্র। ভারতে রেলপথ সৃষ্টির সঙ্গে দুর্ভিক্ষের সরাসরি সম্পর্কটি চোখে আঙুলদেওয়া। কিন্তু খুব
একটা প্রকাশ্যে আসে নি আজও। ঐতিহাসিকদের আজও নজর পড়েনি এই রেললাইন সৃষ্ট মন্বন্তরগুলিতে। ১৮০২ থেকে
১৮৫৪ পর্ষন্ত ভারতে মোট ১৩টি দুর্ভিক্ষ হয়েছে আর কোম্পানি সরকারের হিসেবে মৃত্যু
ঘটেছে মাত্র ৫০ লক্ষের কাছাকাছি কোনও একটা
সংখ্যা। অথচ রেলপথ
পাতার পরে, ১৮৬০ থেকে ১৮৭৯ পর্যন্ত ভারতে ঘটেছে ১৬টা বড় মন্বন্তর আর তাতে মারা
গিয়েছেন ১ কোটি ২০ লক্ষ মানুষ। এটিও সদাশয় ব্রিটিশ সরকারের তৈরি হিসেব। আদত হিসেব কত
কেউ জানেন না।
রেলপথ তৈরির প্রধান উদ্দেশ্যই ছিল চার কোটি
ব্রিটেনবাসীর জন্য ভারত থেকে রপ্তানিকরা ছমাসের খাদ্য শষ্য মজুদ করে রাখার
সিদ্ধান্তটি। এ ছাড়াও যে রেলপথ সৃষ্টিতে, রাজপথ সৃষ্টিতে
দেশের হাজার হাজার বছর ধরে সৃষ্ট গ্রামের সেচ ব্যবস্থার জাল ছিঁড়ে যায়, যার ফল
গিয়ে পড়ে সরাসরি ফসন উত্পাদনে। এছাড়াও যে গ্রাম সমষ্টি সরাসরি ভর্তুকি দিয়ে সেচ
ব্যবস্থা তৈরি করেছিল, সেই গ্রাম সমাজকেই ভেঙে দেয় ব্রিটিশ রাজ। ফলে গ্রামে যেসব
মানুষ সরাসরি সেচব্যবস্থা দেখাশুনো করার জন্য নির্দিষ্ট ছিলেন, তাঁরা ক্রমশঃ বেকার
হয়ে পড়লেন।
No comments:
Post a Comment