Tuesday, February 26, 2013

উত্তাল শাহাবাগ - শান্ত


একাত্তুরের অস্ত্রগুলো কোথায় আছে ভাই 

চল গিয়ে সব লুটে নিয়ে রাজাকার দমাই। 
ফাঁসির দড়ি অনেক নতুন মানায় না'যে ভারি 
মরচেপড়া গানদিয়ে আজ ওদের আবার মারি। 
আবার কেন যুদ্ধ হবে, কেন হবে উত্তাল 
নিজহাতে আজ মিটিয়ে নেব ৭১-এর ঝাল। 
রক্ত-অশ্রু অনেক গেছে আর একটুও নয় 
বিকল্পপথ মিলিয়ে গেছে মৃত্যুই নিশ্চয়। 
কিসের আবার আন্দোলন'যে ছাড়পোকাদের জন্যে 
জাতি কেন বিভ্রান্তিতে মারতে ওদের হন্যে। 
জ্বলবে'না আর কোনো আগুন কন্ঠভারি কেন? 
একপলকও ওদের জন্য করবো না'তো ধ্যান। 
দেশের জন্য প্রাণ দিয়েছি আর পারিনা ছুটতে 
সূর্যসেন ফের আসছে ছুটে অস্ত্রাগারটা লুটতে।

No comments: