Friday, August 9, 2019

ঔপনিবেশিক মার্ক্সের কণ্ঠস্বর

ইওরোপমন্য না হয়েও বিশ্ব বামপন্থী হওয়ার জ্বালা আর সমস্যা হল, তাকে যে কোনও উপায়েই লুঠেরা খুনি বিশ্বজোড়া ইওরোপিয় শিল্পায়ন প্রক্রিয়াকে সমর্থন করে যেতে হয়। যে উপায়ে পুঁজি এই শিল্পায়ন প্রক্রিয়া শুরু, তার পুঁজি জোগাড়, তার বাজার সম্প্রসারণ, তার শ্রমিক জোগাড়, শিল্পস্থাপন, পুঁজির রপ্তানির প্রক্রিয়া ইত্যাদি গড়ে তুলেছে সেগুলি লুঠেরা, চাপিয়ে দেওয়া, চরম দৈহিক অত্যাচার আর বৈদেশিক ভূমি দখল করে করতে হয়েছে। স্বেন বেকার্ট, এম্পায়ার অব কটন বইটিতে অসামান্য সব প্রতিশ্রুতি নিয়েও ঘুরপাক খেতে থাকেন বামপন্থানুসারী চাষী, কারিগরদের কারখানার শ্রমিক বানাবার প্রতিশ্রুতির চক্করে। চাষী, কারিগরেরা তার কোনও সহানুভূতিই পায় না। তাকে প্রমান করতেই হয় ব্রিটিশিয় শিল্পায়ন এবং যুদ্ধ পুঁজিবাদজাত(আদতে মার্কেন্টিলিজম) শিল্পপুঁজিবাদই বিশ্বের সেরাতম রাজনৈতিক ঘটনা। ভারতের অনুৎপাদক কারিগরেরা ইওরোপিয় শস্তার কাপড়ে ভেসে গিয়ে ঐতিহাসিক কাপড়ের উৎপাদন লাটে তুলে দেয় - বইতে উল্লিখিত এই আলগোছ মন্তব্যে ধরা পড়ে না কি বিপুল ধ্বংসক্রিয়া যুদ্ধপুঁজিবাদ প্রথমে বাংলায় এবং তার পরে ভারতের নানান কাপড় উৎপাদন এলাকাগুলিতে চালিয়েছে। এই ঐতিহাসিক অনুতপাদক উৎপাদন ব্যবস্থা ধ্বংস হয়ে আদত বিপুল সম্ভাবনাময় কাপড় উৎপাদন ব্যবস্থা শুরু হয় বম্বেতে পার্সিদের উদ্যোগে কাপড়ের মিল বানাবার মধ্যে দিয়ে - তার এই মন্তব্যে ঔপনিবেশিক মার্ক্সের কণ্ঠস্বর ফুটে উঠেছে।

No comments: