সাধারণত আধুনিকতা, শিল্পায়ন, শ্রমিক দক্ষতা, উৎপাদকতা, শৃঙ্খলা ইত্যাদির ব্যাখ্যা আর সংজ্ঞার মালিকপক্ষিয় স্বার্থিক বয়ান শুনতে পড়তে অভ্যস্ত হয়ে শ্রমিক স্বার্থ বিরোধী, কারিগর স্বার্থ বিরোধী, চাষীর স্বার্থ বিরোধী যান্ত্রিক শিল্প উৎপাদন ব্যবস্থাকেই আধুনিকতার চালক চলক হিসেবে ধরে নিয়েছি। মনে রাখতে হবে বাঙলা ভূমে কারিগরেরা অগ্রিম দাদন ফিরিয়ে দিতে পারতেন এবং রাষ্ট্রের বা মালিকপক্ষের উৎপাদন দখল করে নেওয়ার প্রশ্নই ছিল না। ইওরোপে আমেরিকায় শ্রমিকদের কারিগরদের বিপুল অত্যাচার সইতে হয়েছে রাষ্ট্র, মালিকদের হাতে।
ফরাসি বিপ্লব এই প্রথম শ্রমিক কারিগর চাষীদের তাত্ত্বিক অবস্থানকে শুধু নয় তাদের মানসিকতার ফলিত অবদান ইওরোপে এই প্রথম লিপিবদ্ধ করল অভিজাতদের হত্যায়, মিলগুলি ধ্বংসে এবং সাধারণের বেঁচে থাকার উপাদান নিশ্চিত করায়।
জর্জ রুড ইওরোপের(সাধারণত যে কোনও পশ্চিম ইওরপিয় ঘটনাকে বিশ্ব ঘটনা বলতে ভদ্রবিত্তরা অতীব পছন্দ করে) এই যুগবদলের সময় নিয়ে লিখেছেন অসামান্য কিছু দস্তাবেজ।
ফরাসি বিপ্লব এই প্রথম শ্রমিক কারিগর চাষীদের তাত্ত্বিক অবস্থানকে শুধু নয় তাদের মানসিকতার ফলিত অবদান ইওরোপে এই প্রথম লিপিবদ্ধ করল অভিজাতদের হত্যায়, মিলগুলি ধ্বংসে এবং সাধারণের বেঁচে থাকার উপাদান নিশ্চিত করায়।
জর্জ রুড ইওরোপের(সাধারণত যে কোনও পশ্চিম ইওরপিয় ঘটনাকে বিশ্ব ঘটনা বলতে ভদ্রবিত্তরা অতীব পছন্দ করে) এই যুগবদলের সময় নিয়ে লিখেছেন অসামান্য কিছু দস্তাবেজ।
No comments:
Post a Comment