Wednesday, August 15, 2012

বাঙলায় উপেক্ষিত এক শিক্ষা সমীক্ষা৬


পাঠশাল আর গুরুদের সংখ্যা
কলকাতা এবং ২৪ পরগণায় হিন্দুদের কতগুলি পাঠশালা ছিল এ তথ্য এডাম জানাননি তবে তিনি ১৮১৮ সালের উইলিয়ম ওয়ার্ডএর(আ ভিউ অব দ্য হিস্ট্রি, রেলিজিয়ন এন্ড লিটারেচর অব হিন্দুজ) একটি সমীক্ষা তুলে ধরে বলছেন কলকাতার আশেপাশে ২৮টি পাঠশালা ছিল ওয়ার্ড প্রত্যেকটি পাঠশালার গুরুদের নাম, কোন অঞ্চলে সেগুলির অবস্থান এবং কত পড়ুয়ে এই পাঠশালাগুলিতে পাঠ নিত তার উল্লেখ করেছেন এই সব বিদ্যালয়ে ন্যায় আর স্মৃতিশাস্ত্রের পাঠদান হত মোট পড়ুয়ের সংখ্যা ছিল ১৭৩ উচ্চ পাঠশালাগুলিতে ৩ থেকে ১৫ পড়ুয়ে একজন গুরুমশাইএর কাছে পাঠ গ্রহণ করত এদের নামগুলি
গুরুমশাইকের নাম         এলাকা            পড়ুয়ের সংখ্যা
অনন্তরাম বিদ্যবাগীশ        হাতিবাগান               ১৫
রামকুমার তর্কালঙ্কার        ঐ                    ৮
রামতোষন বিদ্যালঙ্কার       ঐ                    ৮
রামদুলাল চুড়ামণি          ঐ                    ৫
গৌরমণি ন্যায়লঙ্কার         ঐ                    ঐ
কাশীনাথ তর্কবাগীশ        ঘোষালবাগান             ৬
রামসেবক বিদ্যাবাগীশ       শিকদারেরবাগান           ৪
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার         বাগবাজার               ১৫
রামকিশোর তর্কচূড়ামণি      ঐ                    ঐ
রামকুমার শিরোমণি         ঐ                    ৪
জয়নারায়ণ তর্কপঞ্চানন      তালেরবাগান             ৫
শম্ভু বাচষ্পতি             ঐ                    ঐ
শিবরাম ন্যায়বাগীশ         লালবাগান               ১০
গৌরমোহন বিদ্যাভূষণ       ঐ                    ঐ
হরিপ্রসাদ তর্কপঞ্চানন        হাতিবাগান               ৪
রামনারায়ণ তর্কপঞ্চানন      সিমলা                 ৫
রামহরি বিদ্যাভূষণ         হরতুকিবাগান             ৬
কমলাকান্ত বিদ্যালঙ্কার       আড়কুলি                ৬
গোবিন্দ তর্কপঞ্চানন         ঐ                    ৫
পীতাম্বর ন্যায়ভূষণ         ঐ                    ৫
পার্বতী তর্কভূষণ           ঠনঠনিয়া                ৪
কাশানাথ তর্কালঙ্কার        ঐ                    ৩
রামনাথ বাচষ্পতি          সিলমা                 ৯
রামতনু তর্কসিদ্ধান্ত         মলঙ্গা                  ৬
রামতনু বিদ্যাবাগীশ         শোভাবাজার              ৫
রামকুমার তর্কপঞ্চানন       বীরপাড়া                ৫
কালিদাস বিদ্যাবাগীশ        ইটালি                  ৫
রামধুন তর্কবাগীশ          সিমলা                 ৬
এডাম, ১৮০১সালের এলিজাবেথ হ্যামিলটনের সমীক্ষা(লেটার্স অন এডুকেশন) ভিত্তি করে বলছেন, কলকাতার আশেপাশে এবং সমগ্র ২৪ পরগণা জুড়ে ১৯০টি সনাতন উচ্চশিক্ষার পাঠশালা ছিল স্মৃতি, ব্যকরণ আর সাংখ্য পড়ানো হত
ওয়ার্ডএর সমীক্ষা থেকে ধার করে এডাম নদিয়া জেলায় ৩১টি উচ্চশিক্ষার বিদ্যালয়ের কথা উল্লেখ করছেন সব মিলিয়ে ৭৪৭ পড়ুয়ে পাঠ নিত ওয়ার্ডের সমীক্ষা অনুসারে এডাম নদিয়ার যে সব উচ্চশিক্ষাকেন্দ্রের কথা বলছেন তা তুলে দেওয়া গেল

ন্যায় পাঠশালা
গুরুর নাম                         ছাত্রের সংখ্যা
শিবনাথ বিদ্যাবাচষ্পতি                 ১২৫ 
রামলোচন ন্যায়ভূষণ                   ২০
কাশীনাথ তর্কচূড়ামণি                  ৩০
অভয়ানন্দ তর্কলঙ্কার                   ২০
রামশরণ ন্যায়বাগীশ                   ১৫
ভোলানাথ শিরোমণি                   ১২
রাধানাথ তর্কপঞ্চানন                   ১০
রামমোহন বিদ্যাবাচষ্পতি                ২০
শ্রীরাম তর্কভূষণ                      ২০
কালীকান্ত চূড়ামণি                    ৫
কৃষ্ণকান্ত বিদ্যাবাগীশ                   ১৫
তর্কালঙ্কার                          ১৫
কালিপ্রসন্ন                          ১৫
মাধব তর্কসিদ্ধান্ত                     ২৫
কোমলকান্ত তর্কচূড়ামণি                 ২৫
ঈশ্বর তর্কভূষণ                      ২০
কান্ত বিদ্যালঙ্কার                      ৪০

স্মৃতির উচ্চতর পাঠশালা
রামনাথ তর্কসিদ্ধান্ত                    ৪০
গঙ্গাধর শিরোমণি                     ২৫
দেবী তর্কালঙ্কার                      ২৫
মোহন বিদ্যাবাচষ্পতি                  ২০
গাঙ্গুলি তর্কলঙ্কার                     ১০
কৃষ্ণ তর্কভূষণ                       ১০
প্রাণকৃষ্ণ তর্কবাগীশ                    ৫
পুরোহিত                           ৫
কাশীকান্ত তর্কচূড়ামণি                  ৩০
কালীকান্ত তর্কপঞ্চানন                  ২০
গদাধর তর্কবাগীশ                    ২০
কাব্য পড়ানোর উচ্চতর পাঠশালা
কালীকান্ত তর্কচূড়মণি                  ৫০
জ্যোতির্বিদ্যা পড়ানোর উচ্চতর পাঠশালা
গুরুপ্রসাদ সিদ্ধান্তবাগীশ                 ৫০
ব্যকারণ পড়ানোর উচ্চতর পাঠশালা
শম্ভুনাথ চূড়ামণি                      ৫

No comments: