সোনা দীঘি দেখে রাস্তার ধারে অজস্র বিশাল বিশাল পুকুর আর একটা বিশাল হাওরদেখে আমরা ছঘটি দীঘির সামনে। তার আগেও বিশাল এক দীঘি। ছঘটি নাম হওয়ার কারন হল এটির ছটি ঘাট। পাশে একটি মনসার মন্দির। অনেক আগে মেলা বসত। এখন নয়।
ছ ঘটি মানে ছটি ঘাট। চার দিকে চারটি, মাঝখানে দু পাশে দুটি। ছঘটির ২০ মিটার আগেও আরও একটি বিশাল দীঘি।
যে জনপদ এতগুলো দীঘি, পুকুর ধারণ করত, এত্ত বিশাল খেত ছিল, বিশাল হাট পালন করত ... করত বলা ভুল হল আজও করে, তাকে দরিদ্র বলে দেওয়া শুধু মুর্খতা নয়, মিথ্যাচার। এই মিথ্যাচারের প্রভাবে গ্রামের মানুশেরাও নিজেদের দরিদ্রভাবে। বিগত দুই/আড়াই শতক ধরে ব্রিটিশেরা, ব্রিটিশদের পোষা শিক্ষিতরা গ্রামকে এই তত্ব শিখিয়েছেন। দেখেছি কিভাবে বিশাল সম্পত্তির মালিক দেবব্রতরা নিজেদের গরীব ভাবছেন।
এ আমার পাপ তোমার পাপ। পাপ বাপকেও ছাড়ে না। দাপকেও না।
No comments:
Post a Comment