উন্নাওএর হত্যা হওয়া মানুষটি বিশ্বকর্মা সমাজের - যারা বিশ্বকে ইস্পাত তৈরি শিখিয়েছে, যারা আজও জং ছাড়া ইস্পাত বানাতে ওস্তাদ - পশ্চিমি বড় কারখানা আজও ন্যুনতম খরচে জং ছাড়া ইসপাত বানাতে পারে না।
বিশ্বকর্মা এই গণ্ডোয়ানাভূমির প্রাচীনতম সমাজগুলির মধ্যে অন্যতম। এরা সারা দক্ষিণপূর্ব এশিয়ায় ছড়িয়ে আছেন। উপনিবেশের পড়াশোনা, রাষ্ট্র ব্যবস্থা নিজেদের সমাজের জোরের জায়গা, নিজের সমাজের সামাজিক গুরুত্ব বুঝতে, বাপ-মার তৈরি করা অতীত মনে রাখতে শিখায় না।
আর যারা প্রথাবদ্ধ ইংরেজি শিক্ষার মধ্যে দিয়ে যান তারা এদের গরীব 'লোকশিল্পী' ভাবেন এবং কীভাবে এরা দাক্ষিণ্য পাবে সেই উদ্দেশ্যে ডোল দেওয়ার ব্যবস্থা করেন।
অথচ এদের সামনে সারিতে বসার কথা।
খুব দুঃখের দিন সামনে।
No comments:
Post a Comment