বিচার বিভাগের সংস্কার বলতে আপনারা কী বোজেন জানি না, আমি নিজেও বুঝি না ইংরেজদের হাতে লুঠ জায়েজ করার জন্যে তৈরি বিচার বিভাগের এই জাতি রাষ্ট্রতে উদ্দেশ্য কী আর তাকে আমূল সংস্কার করে কীই বা ছেঁড়া যাবে?
আচ্ছা, আপনাদের কথা মেনে বিচার বিভাগের সংস্কার হল। তাকে তো নির্ভর করতে হবে সেই ঔপনিবেশিক কাঠামোয় তৈরি পুলিশের রিপোর্টের ওপর, শিখিয়ে দেওয়া সাক্ষী-নাসাক্ষীর ওপর।
কোন পক্ক কেশ বিচারপতি মাথায় ব্রিটিশ পরচুলো পরে, মেকলের হাতে তৈরি দণ্ড সংহিতা নিয়ে, ১৯৩৫এর ভারতরক্ষা আইন নির্ভর করে বছরে আধ কোটি টাকার বেশি মাইনে এবং নানান উপরি পেয়ে কলকাতা বা দিল্লির একটা ঔপনিবেশিক ঘরে বসে কীভাবে ঠিক করবে কে সাধু আর কে দুর্বৃত্ত?
কোন পক্ক কেশ বিচারপতি মাথায় ব্রিটিশ পরচুলো পরে, মেকলের হাতে তৈরি দণ্ড সংহিতা নিয়ে, ১৯৩৫এর ভারতরক্ষা আইন নির্ভর করে বছরে আধ কোটি টাকার বেশি মাইনে এবং নানান উপরি পেয়ে কলকাতা বা দিল্লির একটা ঔপনিবেশিক ঘরে বসে কীভাবে ঠিক করবে কে সাধু আর কে দুর্বৃত্ত?
No comments:
Post a Comment