বাংলায় সার্বজনীকভাবে মুঘল যুগ বলতে, আওরঙ্গজেব বলতে যতটুকু বুঝি, সেই বোঝার ভিত তৈরি করে দিয়েছেন আচার্য যদুনাথ সরকার। প্রচুর ভুল ছিল, তাত্ত্বিক সমস্যা ছিল, তা সত্ত্বেও যে চর্চা তিনি শুরু করান, সেটা পরে মহীরুহ হয়ে দাঁড়ায়। মুঘল সময়ের প্রশাসনিক কাঠামো বুঝতে বা আওরঙ্গজেবের নানান বিষয় জানতে যে অসামান্য পথভাঙ্গা কাজ করেন সেগুলির কয়েকটির অনুবাদ কলাবতী মুদ্রা প্রকাশ করেছে।
যারা একদা কাজ শুরু করেছেন, তাদের পথ অনুসরণ করে নতুন ইতিহাস লেখার কাজ আমাদেরই করতে হবে।
কলাবতী মুদ্রার প্রকাশনায় দুটি অসামান্য বই প্রকাশিত হয়েছে
দ্য মুঘল এডমিনিস্ট্রেশন
আওরঙ্গজেবের উপাখ্যান
দ্য মুঘল এডমিনিস্ট্রেশন
আওরঙ্গজেবের উপাখ্যান
পাওয়া যাচ্ছে অফবিট কলকাতা ৯৮৭৪৯৯৩১৫৬, আর Baatighar/ বাতিঘর ঢাকায়।অথবা Susobhan ৮৯১০৪১৮২৬৫কে বললে সে কলকাতার আশেপাশে পৌঁছে দিতে পারবে।
No comments:
Post a Comment