অনির্বাণদা এক গ্রুপের(Bengal Left, Left Voice@Bengal) অসহায় স্বীকারোক্তি তুলেছেন। বোধোদয় হলে বাম, বাংলা উভয়ের মঙ্গল।
"মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে দুটি কাজ সেরে নিলেন। তার প্রতিদ্বন্দ্বী মুসলিম সংগঠন মিম এর রাজ্য ও জেলাস্তরের নেতাদের গ্রেপ্তার করে মিম এর বিকাশকে প্রতিহত করার চেষ্টা করলেন। অন্যদিকে এন পি আর, এন আর সি, ক্যাব হতে দেব না বলে সমগ্র মুসলিম সমাজের ভোট নিজের দিকে আনার কাজে আরো কয়েক পা এগোলেন।
বামপন্থীদের অবশ্যই মেনে নিতে হবে যে রাজনৈতিক কৌশলী হিসেবে তিনি অন্যান্য নেতাদের অনেকগুণ ছাড়িয়ে গেছেন। সংকটের সময়েও বারবার সংকটকে প্রতিপক্ষের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখতে পারছেন।
অন্যদিকে বামেরা নিজেদের সঙ্কটে নিজেদের ওপর ভরসা হারিয়ে কখনো নিজেদের মতুয়া বা বর্ণহিন্দু ভোটব্যাঙ্ককে চলে যেতে দেখছেন বিজেপির দিকে, কখনো নিজেদের সংখ্যালঘু সমর্থনের সিংহভাগ মমতাদেবীর কাছে হারিয়ে ফেলছেন।
এই মুহূর্তে বিজেপি বিরোধিতায় মমতা দেবীর পেছনে হাঁটার জন্য তাদের ওপরে চাপও বাড়ছে। যা মেনে নেওয়াও তাদের পক্ষে কঠিন, দূরে ঠেলে দেওয়াও নানা কারণে সমস্যাজনক।"
বামপন্থীদের অবশ্যই মেনে নিতে হবে যে রাজনৈতিক কৌশলী হিসেবে তিনি অন্যান্য নেতাদের অনেকগুণ ছাড়িয়ে গেছেন। সংকটের সময়েও বারবার সংকটকে প্রতিপক্ষের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখতে পারছেন।
অন্যদিকে বামেরা নিজেদের সঙ্কটে নিজেদের ওপর ভরসা হারিয়ে কখনো নিজেদের মতুয়া বা বর্ণহিন্দু ভোটব্যাঙ্ককে চলে যেতে দেখছেন বিজেপির দিকে, কখনো নিজেদের সংখ্যালঘু সমর্থনের সিংহভাগ মমতাদেবীর কাছে হারিয়ে ফেলছেন।
এই মুহূর্তে বিজেপি বিরোধিতায় মমতা দেবীর পেছনে হাঁটার জন্য তাদের ওপরে চাপও বাড়ছে। যা মেনে নেওয়াও তাদের পক্ষে কঠিন, দূরে ঠেলে দেওয়াও নানা কারণে সমস্যাজনক।"
No comments:
Post a Comment