গরম লোহার ছ্যাঁকা দেওয়া হত ঘোড়ার উরুতে। আকবরের আমলে যে সব ছাপ অঙ্কন করে দেওয়া হত সেগুলি আইনিআকবরিতে বিশদে বলা আছে। পরের দিকে সংখ্যায় ছাপ দেওয়া হত। আলমগিরের সময় ২০টি আলাদা আলাদা ছাপ(তামঘা) দেওয়া হত, যার মধ্যে ১৫টা পাওয়া গিয়েছে এবং সেগুলি দেওয়া হল।
উইলিয়াম আরভিন, আর্মি অব দ্য ইন্ডিয়ান মুঘলস
No comments:
Post a Comment