গুরু, শিক্ষক, পথপ্রদর্শক কারিগরদের নির্দেশে বাঙলার উপনিবেশ বিরোধী আন্দোলন, অকথিত ইতিহাস, কারিগর ব্যবস্থার মাসিক পত্রিকা পরমের ৩০ তম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংখ্যা ছাপতে গেল Sourav Roy Narayan Mahata Madhumangal Malakar আর বিশ্বেন্দু নন্দর সম্পাদনায়।
ছাপা হবে ৯০টা। দপ্তরে থাকবে ৩০টা। কিছু বিনামূল্যে বিতরণ হবে। ছাপা পরম সংগ্রহ করতে ১৬ নভেম্বর বিকেল চারটে থেকে আটটা, কফিহাউসের তিনতলায় মধ্যমাস আলোচনা সভায় দয়া করে উপস্থিত থাকবেন। পরম বই দোকানে রাখতে চায় না ফলে বাজারে পাওয়া মুশকিল। পরমের তৈরির খরচ অনেক বেশি - ৫০টাই ভর্তুকি দিয়ে ছাপতে ছাপা দামের দ্বিগুণ খরচ হচ্ছে।
No comments:
Post a Comment