Friday, April 10, 2020

শাহজাহানের দরবারে বিশ্ব কারিগর

আমরা যারা কারিগর ব্যবস্থা নিয়ে আলোচনা করি, তারা জানি মুঘলেরা কারিগরদের সমর্থন করতেন এবং কারখানাও চালাতেন। কিন্তু মুঘল দরবারে বিশ্বেজোড়া কারিগরেরা উপস্থিত থাকতেন, এমন একটা তথ্য দিচ্ছেন কিন্তু চন্দর ভান।
তিনি চাহার চমন বইতে লিখছেন, ‘[শাহজাহানের ] দরবারে উপস্থিত থাকতেন শ্রেষ্ঠত্ব এবং নিখুঁততার প্রতীক, জ্ঞান বুদ্ধি দক্ষতার শ্রেষ্ঠ প্রতিনিধিরা, কমনীয় এবং বাগ্মিতাসম্পন্ন লেখক, অন্যান্য ধরণের শিল্পী এবং কারিগর এবং সভ্য বিশ্বের(অজ মামুরা-ইয়ি আলম) দক্ষ কারিগররেরা - ছিলেন ইস্তাম্বুল, আলেপ্পো[হালাব], মিশর, বসরা, বাগদাদ, হামাদান, শিরওয়ান, শামাখি, গিলান, মাজান্দারান, তেহরান, ইয়াজদ, ইস্ফাহান, সিমনন, দামঘান, বস্তাম, শবজওর, নিশপুর, মেরভ, মশদ, তুস, তাবাস, কাইন, তুন, ইসফ্রাইন, জাম, হেরাট, খফ, বখতাবর, সিস্তান, ফারওয়ান, কান্দাহার, বলখ, বুখারা, সমরখন্দ, আন্দিজান, তিব্বত, কাশগর, তুর্কিস্তানের নানান অঞ্চলের এবং অন্যান্য প্রান্তিক এলাকার প্রতিনিধিরা'।

ইতিহাসকে নতুনভাবে দেখার কাজ শুরু করতে হবে

প্রকাশিতব্য শাহজাহানের ব্রাহ্মণ সচিব চন্দর ভান - জীবন ও সময় বই থেকে

No comments: