উইনারলিন্ডের ক্যাজুয়ালিটি অব ক্রেডিটএর সঙ্গে তো বছরখানেক আগে আপনাদের পরিচিতি ঘটিয়েছি, যেখানে বলা হয়েছে ধার কীভাবে সাম্রাজ্য বিকাশের হাতিয়ার হয়, ধার না শোধ করার অপরাধে নিউটন প্রায় শতখানেক মানুষকে ফাঁসিকাঠে ঝোলান।
লেখকের দ্বিতীয় বই মার্কেন্টিলিজম, যাকে স্বেন বেকার্ট বলছেন যুদ্ধপুঁজিবাদ, বিষয়ে প্রবল বৌদ্ধিক আলোচনা।
আজ যখন কেউ আপনাকে ইওরোপের চাকচিক্য এবং এশিয়া বা আপনার দেশের পিছিয়ে পড়া ইত্যাদি নিয়ে বৌদ্ধিক জ্ঞান দিতে আসে তখন বলুন আড়াইশ বছর আগে আপনার প্রখ্যাততম বাঙালি ভারতীয় পূর্বজরা, যারা আজ মহাপুরুষ, যারা আধুনিকতার ভগীরথ, তারা ইওরোপের যুদ্ধপুঁজিবাদ সফল করতে, ইওরোপের শিল্পায়ন, বাংলার বিশিল্পায়ন প্রকল্প রূপায়ণ করতে, বাংলার সম্পদ লুঠ করার কাজে সাহায্য করতে কতটা প্রাণপাত করেছিলেন।
লেখকের দ্বিতীয় বই মার্কেন্টিলিজম, যাকে স্বেন বেকার্ট বলছেন যুদ্ধপুঁজিবাদ, বিষয়ে প্রবল বৌদ্ধিক আলোচনা।
আজ যখন কেউ আপনাকে ইওরোপের চাকচিক্য এবং এশিয়া বা আপনার দেশের পিছিয়ে পড়া ইত্যাদি নিয়ে বৌদ্ধিক জ্ঞান দিতে আসে তখন বলুন আড়াইশ বছর আগে আপনার প্রখ্যাততম বাঙালি ভারতীয় পূর্বজরা, যারা আজ মহাপুরুষ, যারা আধুনিকতার ভগীরথ, তারা ইওরোপের যুদ্ধপুঁজিবাদ সফল করতে, ইওরোপের শিল্পায়ন, বাংলার বিশিল্পায়ন প্রকল্প রূপায়ণ করতে, বাংলার সম্পদ লুঠ করার কাজে সাহায্য করতে কতটা প্রাণপাত করেছিলেন।
No comments:
Post a Comment