পপুলিজম আজকের গণতান্ত্রিক সংবাদমাধ্যমে খুবই ঘৃণ্য শব্দ। অথচ পপুলিজম একদা আমেরিকার ফারমার্স এলায়েন্স বা কৃষকদের আন্দোলনের নাম ছিল, বিশেষ করে ছোট তুলো চাষীদের দাবিদাওয়া কটন পপুলিজম নামে বিখ্যাত হয়।
তুলো চাষীদের মনোকালচারে বাধ্য করে বিশ্ববাজারের মিলগুলিতে তুলোসরবরাহ করার জন্যে। বিশ্বমহাজনের কাছে বাঁধা থেকে ভারত, ব্রাজিল, মেক্সিকো এবং উত্তর আমেরিকার তুলো চাষীদের জীবনে যে অনিশ্চয়তার আবির্ভাব ঘটল তাতে তারা বিদ্রোহী হয়।
সারা বিশ্বের সঙ্গে আমেরিকার দক্ষিণের রাজ্যগুলোতে দাঙ্গা পরিস্থিতির উদ্ভব ঘটে। ফারমার্স এলায়েন্স যে রাজনৈতিক আন্দোলন তৈরি করে তার নাম পপুলিজম। তাদের দাবি ছিল রাষ্ট্র তাদের ওপরে যে অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়ে তাদের জীবন তছনছ করেছে সেগুলি কমাতে হবে। এই আন্দোলন আবার বিংশ শতাব্দের প্রথম দশকে নতুন রূপ পেল। হাজার হাজার দক্ষিণের কৃষক সাদার্ন কটন এসোসিয়েশন এবং ন্যাশনাল ফারমার্স ইউনিয়ন তৈরি করে।
আমেরিকায় ১৮৯৬এর প্রেসিডেনশিয়াল নির্বাচনে পপুলিস্টরা বিপুল প্রভাব ফেলে বিশেষ করে যে সব রাজ্যে তাদের উপস্থিতি প্রবল।
আমেরিকায় ১৮৯৬এর প্রেসিডেনশিয়াল নির্বাচনে পপুলিস্টরা বিপুল প্রভাব ফেলে বিশেষ করে যে সব রাজ্যে তাদের উপস্থিতি প্রবল।
তথ্য সূত্র স্বেন বেকার্ট, এম্পায়ার অব কটন
No comments:
Post a Comment