Thursday, January 2, 2020

কায়রো গেনিজা এবং পাল আমলের ভারতের আন্তর্জাতিক বাণিজ্য

Shelomo Dov Goitein মিশরে গেনিজা নিয়ে কাজ করতে গিয়ে ভারতীয় ব্যবসা সম্বন্ধীয় তথ্যের স্বর্ণখনি আবিষ্কার করেন। তিনি বলছেন মধ্যযুগের ব্যবসায়, ভারত বিশ্ব অর্থনীতির অক্ষদণ্ড ছিল। তিনি ১০৯৭-৯৮ সালের(যখন বাংলায় কৈবর্ত-পাল শাসন চলছে) ১১টি গেনিজা প্রশাসনিক পাণ্ডুলিপিতে তুনিসিয়ার বণিক, জোসেফ লেবদির বিরুদ্ধে আইনি ব্যবস্থাপনার খবর পান। জোসেফ, আদেন থেকে মিশর হয়ে ভারতের দিকে আসছিলেন। তার জাহাজ সমুদ্রে ভেঙ্গে পড়ে এবং সম্পদ হারিয়ে তিনি সর্বহারা হয়ে পড়েন।
Geniza Research বইতে Goitein লিখছেন,
I was electrified. The India trade was the backbone of medieval international economy. America was discovered because Columbus was seeking a direct route to India. But no documents about the subject had been known thus far in any language prior the Portuguese. If such material could escape Jewish scholarship, it was evident, that the socio-economic research on the Cairo Geniza, based on its Arabic documents, had not yet begun.
ভারতে উৎপাদন সূত্রে বা ভারতীয় বণিকদের মাধ্যমে এবং ভারত মহাসাগর বাহিত হয়ে যে সব পণ্য মধ্যপ্রাচ্যে যেত গেনিজা সূত্রে(যে ক'টা - মাত্র ৩৩০টা এখনও পর্যন্ত পড়া গিয়েছে, সারা বিশ্বে যত গেনিজা নথি রয়েছে তার অধিকাংশ আজও পড়া হয় নি) সে ধরণের ৭৭ রকমের পণ্যের নাম পাওয়া গিয়েছে।
A. Spices, aromatics, dyeing and varnishing plants and
medical herbs 36 items
B. Iron and steel (a chief commodity) 6 varieties
C. Brass and bronze vessels 12 items
D. Indian silk and other textiles made mainly of
cotton 8 items (only!)
E. Pearls, beads, cowrie shells and ambergris 4 items
F. Shoes and other leatherwork 2 items
G. Chinese porcelain, Yemenite stone pots and African
ivory 3 items
H. Tropical fruits, such as coconuts 5 items
I. Timber 1 item
Total 77 items
মন্তব্য
১) সব থেকে বেশি গিয়েছে A চরিত্রের পণ্য।
২) বিভিন্ন ধরণের ইস্পাতের কাঁচামালের বর্ণনা পাওয়া যাচ্ছে। কিন্তু প্রখ্যাত ভারতীয় তরোয়াল যাচ্ছে না। হয়ত মধ্যপ্রাচ্যে সেগুলি তৈরি করে নেওয়া হত।
৩) বিভিন্ন ধরণের কাঁসা-পিতলের বিপুল বর্ণনা পাওয়া যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম উপকূলের কাঁসার পণ্য। বিভিন্ন ভাঙা তৈজস এবং অন্যান্য কাঁসা পিতলের উপকরণ ভারতে পাঠানো হচ্ছে। নির্দিষ্ট বর্ণনা অনুযায়ী সেগুলি আবার নতুন করে তৈরি করে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের স্থানীয় কাঁসা-পিতলের শিল্পকে সরিয়ে রেখে দক্ষিণ পশ্চিম ভারতের কাঁসাপিতলের কাজকে বিপুল গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানকার কাঁসা পিতলের কারিগরি এতই প্রখ্যাত ছিল যে আদেনের বণিকেরা বিপুল সমুদ্র পেরিয়ে এসে নিজ ব্যবহারের জন্য কাঁসা পিতলের নানান তৈজস ও পণ্য বরাত দিতেন।
৪) বুনন হিসেবে ভারতীয় মসলিন(লেখক একে ভারতীয় লাল রেশমি কাপড় বলছেন) হিসেবে লালি বা লালি যাচ্ছে। কিন্তু যেহেতু বস্ত্র জাহাজে বিপুল জায়গা নিত, তাই হয় উপহার হিসেবে বা অভিজাতদের বিক্রয়ের জন্য খুব দামি বস্ত্রগুলিই মধ্যপ্রাচ্যে যেত।
৫) চিনা মাটির পণ্য(পোর্সেলিন) যাচ্ছে বাড়ির জন্য(তার সঙ্গে পাওয়া যাচ্ছে ইয়েমেনি পাথরে তৈরি নানান তৈজস), কিন্তু নিয়মিত বাণিজ্য উপকরণ হিসেবে যেত না।
৬) কাঠ বিপুল রপ্তানি পণ্য ছিল। আরবিয় জাহাজ নির্মাতারা নিয়ে যেতেন(মনে রাখতে হবে ভারত বাণিজ্য অর্থে ভারত মহাসাগরীয় নানান দেশের বাণিজ্য, যে অক্ষে আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিও ছিল।)
A. Textiles and clothing 36 items
B. Vessels and ornaments of silver, brass, glass and
other materials 23 items
C. Household goods, such as carpets, mats, tables, frying
pans, etc. 7 items
D. Chemicals, medicaments, soap, paper, books 19 items
E. Metals and other raw materials for the copper industry 7 items
F. Coral (a staple article of great importance) 1 item
G. Foodstuffs, (cheese, sugar, raisins and olive oil) and
linseed oil for lamps, etc. 10 items
Total 103 items
ওপরের এবং এর আগের গেনিজা সংক্রান্ত সূত্র পণ্য আদান-প্রদান বিষয়ে যে দুটি প্রকাশনা হয়েছে তাতে মনেই হতে পারে সে সময়ের বাণিজ্য আঙ্গিক আজকের বাণিজ্য আঙ্গিকের মত ছিল অর্থাৎ ইওরোপ প্রাচ্যকে শিল্প দ্রব্য পাঠাত আর প্রাচ্য ইওরোপকে কৃষিদ্রব্য পাঠাত।S. D. Goiteinএর গেনিজা কাজের সূত্রে Mordechai Akiva Friedman অসাধারণ কাজটি করেছেন India Traders of the Middle Ages বইতে, যে বই সূত্রে এই কাজগুলি করা।
তিনি বলছেন ওপরে উল্লিখিত গেনিজা সূত্র আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে - This, however, was not the case. The industrial and consumer goods sent to India were of the greatest variety, but their value, as a rule, amounted to comparatively small sums. They were used by the Middle Eastern merchants and their families, not by the local population. Only in exceptional cases, as in that of Joseph Lebdi’s(যে বণিকের কথা আমরা প্রথম প্রকাশনায় উল্লেখ করেছি) India trip, most of the Oriental goods were purchased at the prices obtained for Middle Eastern products. Mostly, gold and silver, in particular Egyptian gold pieces, the dollars of that period, accompanied orders for Indian goods. Raw materials for the Indian bronze industry, however, were sent as an equivalent.
এ প্রসঙ্গে তিনি আদেন থেকে ভারতে পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করছেন, যেখানে বিশদে হিসেব দেওয়া হয়েছে। এখানে বলা ভাল 2.35 Maliki ১টি সোনার মিশরিয় দিনার।এই হিসেবেটা ছবিতে তুলে দেওয়া গেল।
{Shelomo Dov Goitein, (April 3, 1900 – February 6, 1985) was a German-Jewish ethnographer, historian and Arabist known for his research on Jewish life in the Islamic Middle Ages, and particularly on the Cairo Geniza. Geniza is a storage area in a Jewish synagogue or cemetery designated for the temporary storage of worn-out Hebrew-language books and papers on religious topics prior to proper cemetery burial.}

No comments: