গত বছর থেকেই কলাবতী মুদ্রা বাংলার নানান স্থানে বাংলার একমাত্র ঐতিহ্যবাহী প্রমোদতরণী গঙ্গায় বাংলা তথা ভারতের নানান ধরনের লৌকিক এবং ধ্রুপদী নৃত্যের সম্ভার পেশ করে আসছে। এই তরণীটি কলকাতা তথা বাংলার নানান দ্রষ্টব্য স্থান পরিভ্রমন করিয়ে, বিদেশী পর্যটকদের বারানসী পর্যন্ত নিয়ে যায়। কলকাতা ছাড়াও কলাবতী মুদ্রা বাংলার নানান ঐতিহ্যপুর্ন এলাকায় গঙ্গাবক্ষে বাংলা তথা ভারতের ঐতিহ্য বিদেশীদের সামনে তুলে ধরেছে।
ঠিক পুজর আগে গত মাসে কলাবতী মুদ্রা দেড় ঘণ্টার এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের জেটিতে।
No comments:
Post a Comment