Sunday, September 16, 2012

Uttorrongo 12, উত্তররঙ্গ১২য় যাঁরা ধন্যবাদ জানানোর ঊর্ধে,


বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘের যে সব সদস্য মেলায় অংশ গ্রহণ করেছেন
১. শেখ বাদল ২. নিতাই নন্দী, ৩. হরিদাস নন্দী, ৪. টিঙ্কু নন্দী, ৫. ধনঞ্জয় পাল ৬. মনোরঞ্জন মন্ডল ৭. অশেক পাল, ৮. নারায়ণ পৈত. ৯. শংকর দাস, ১০. গৌরাঙ্গ বর্মণ, ১১. বুলবুল সরকার, ১২. নির্মল কর্মকার, ১৩. ভবানী বিশ্বাস, ১৪. সুশান্ত সরকার, ১৫. নেপাল সূত্রধর, ১৬. রতন বৈশ্য, ১৭. জোত্স্না দে, ১৮. সন্তোষ দে, ১৯. সোমেশ্বর সরকার, ২০. মালনবালা সরকার, ২১. প্রাণনাথ দে, ২২. প্রণব বিশ্বাস, ২৩. মনোজ কাজী, ২৪. দেবরাজ পারমার, ২৫. বাহার চিত্রকর, ২৬. জামেলা চিত্রকর, ২৭. শান্তি বৈশ্য, ২৮. রবীন্দ্রনাথ পাল, ২৯. পাখি, ৩০. শিবাণী দত্ত, ৩১. সোধন দাস, ৩২. শ্যামল মিস্ত্রী, ৩৩. মধু নায়েক, ৩৪. খুশবু খাতুন ৩৫. ধর্মরাজ পাল, ৩৬. সন্তোষ সরকার, ৩৭. নিমাই সরকার
বঙ্গীয় পারম্পরিক অভিকর শিল্পী সংঘের যে সব সদস্য মেলায় অংশ গ্রহণ করেছেন
জিতেন বর্মণের সত্পীর আর বিষহরার দল - ১. জিতেন বর্মণ ২. বাবলু নস্কর, ৩. সোমারু বর্মণ, ৪. রাজকুমার সেন, ৫. নিরঞ্জন বর্মণ ৬. পঞ্চানন বর্মণ ৭. প্রিয়নাথ রায়, ৮. দধিমোহন রায়. ৯. নমিতা বর্মণ, ১০. বর্ণালী রায় পাখাধরা, ১১. প্রীতিলতা রায় পাখাধরা, ১২. হৈমন্তী অধিকারী, ১৩. দেবেশ্বর বর্মণ
বদ্রীনাথ বসাকের গমীরা, মুখাখেইলএর দল - ১. মনেরঞ্জন সরকার, ২. কাঞ্চন সরকার, ৩. কৈলাস সরকার, ৪. সোমেন সরকার, ৬. ভদরু সরকার, ৭. মলিন সরকার, ৮. পবিত্র সরকার, ৯. কলেন সরকার, ১০. শ্যামা সরকার, ১১. বদ্রীনাথ বসাক
গণেশ রবিদাসের খন নাটকের দল - ১. সুধন সরকার, ২. শঙ্কর সরকার, ৩. বদ্রীনাথ সরকার, ৪. কৈলাস দেবশর্মা, ৫. সুধন সরকার, ৭. শঙ্কর সরকার, ৮. নিমাই সরকার, ৯. শ্রীমন্ত সরকার, ১০. দয়াল সরকার, ১১. দুর্গা সরকার, ১২. আশানন্দ সরকার
ড. ললিতা ঘোষের কলাবতী মুদ্রা নাচের দল - ১. ভারতী প্রামাণিক ২. বিদিশা ঘোষ, ৩. সম্পূর্ণা চক্রবর্তী, ৪. ঊশ্রী নস্কর, ৫. শালিনী সিনহা, ৭. অদ্রিজা বিশ্বাস, ৮. পুবালী দত্ত, ৯. পিয়ালা দত্ত, ১০. পুর্ণিমা মজুমদার, ১১. অনামিকা দাস, ১২. অঙ্কিতা মজুমদার, ১৩, মেহুলি দাস, ১৪. স্নেহা প্রামীণিক, ১৫. মঞ্জিমা মজুমদার, ১৬. কৌশিকী গাঙ্গুলী, ১৭. প্রদীপ্তা পুরকাইত, ১৮. কোয়েল বিশ্বাস, ১৯. রিয়া পাল, ২০. মধুশ্রী বৈদ্য, ২১. অস্মিতা রায়চৌধুরী, ২২. ঋত্বিকা সামন্ত, ২৩. অনন্যা মুখার্জী, ২৪. স্নেহা চ্যাটার্জী, ২৫. মধুরাই পুরকায়স্থ, ২৬. অরুণিমা হালদার, ২৭. প্রিয়াঞ্জনী গুপ্ত, ২৮. অস্মিতা মাসির
মধুমঙ্গল মালাকারের দিনাজপুরের শোলাশিল্প প্রদর্শণীর কুশীলবেরা - ১. মধুমঙ্গল মালাকার, ২. সন্তোষ সরকার, ৩. নিমাই সরকার, ৪. বিশ্বেন্দু নন্দ, পরিচয়পত্র লিখন

No comments: