উত্তররঙ্গ
এ একটি মেলার নাম। “মেলা” আমি আমার শৈশব ও বাল্যে যেমন মেলা দেখেছি, ঠিক সে
রকম মেলা। এটা খুব বড় প্রাপ্তি আমার কাছে যে আমি এঁদের জানতে
পারলাম। সারাজীবন তো দেশ ও মানুষকে চেনার আগ্রহেই চেষ্টা করে
গেছি। কতটা সফল হয়েছি তা জানি না। যতটা আগ্রহ ছিল
ততটা সামর্থ ছিল না।
“বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ” এক আদর্শ কাজ করেছে। পশ্চিমবঙ্গের প্রতি জেলার সঙ্গে এঁদের যোগাযোগ। তাঁরা প্রশংসনীয় ভাবে কর্মমণ্য। মে মাসের ১০ থেকে ২০ তারিখ অবধি গুরুসদয় সংগ্রহশালায় এঁদের প্রদর্শনী হবে। দেশ ও মানুষকে চিনবার এই অমূল্য সুযোগ সবাই গ্রহণ করুন এঁদের পাশে দাঁড়ান। “পরিবর্তন” শব্দটির মূর্ত রূপ দেখুন।
No comments:
Post a Comment