শুধুই WATGএর বন্ধুদের জন্যে
গত কাল বন্ধু Samik বলছিলেন তাঁরা সমমনষ্কদের এক বৈঠকে স্থানীয় উতপাদন কেনার জন্য ডাক দিয়েছিলেন। এবং সক্কলে সাম্প্রদায়িকতা রুখতে যতটা উতসাহী, কর্পোরেট পন্য বাদ দিয়ে স্থানীয় পণ্য কিনতে ততটাই নিরুতসাহ। ব্যাপারটা স্বাভাবিক - বিশেষ করে বামপন্থীদের পক্ষে - তাঁরা তো তাঁদের নেতৃত্বে গ্রামের কারিগর উচ্ছেদ করে শহর তৈরি করে গ্রামের মূঢতা অজ্ঞান অশিক্ষা কুসংস্কার ধ্বংস করে সর্বহারা শ্রমিক শ্রেণীর একনায়ক রাষ্ট্র ব্যবস্থা বানাতে চান - সেই রাজনীতিতে কর্পোরেটদের বাদ দিলে আর কিই বা থাকে!
তাঁদের পথকে দূর থেকে সম্মান জানিয়ে এই ডাক।
কিন্তু ওয়াটাগের বন্ধুরা একটু আলাদা। এই লেখাটা তাঁদের জন্যে-
আমরা সারা জীবনধরে অম্লান বদনে বড় পুঁজির উপহার বিষ খেয়ে-পান করে আসছি। কোন বিকার নেই। কোকাকোলা কোম্পানির নানান পণ্যের বিজ্ঞাপনে খুব ছোট অক্ষরে লেখা থাকে শিশুদের জন্য ক্ষতিকর। গোট বড় পুঁজির উতপাদন ব্যবস্থাটাই জীবকুলের স্থায়িত্বের পক্ষে চরম বিনাশক।
মানুষের বিরুদ্ধে লড়ায়ে যে উতপাদন ব্যবস্থা রণনৈতিকভাবে প্রযুক্ত হচ্ছে, তার সক্রিয় বিরোধিতা করতেই হবে।
পুঁজিহীন পরম্পরার উতপাদনের জ্ঞানের সঙ্গে জুড়ে থাকা ওয়াটাগ এবং বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ আগামী দিনে বেশ কিছু পণ্য তৈরি এবং বিক্রি করবে। ঠিক করেছে এটা ওয়াটাগের বন্ধুরা ব্যবহার করবেন। গণউতপাদন হবে না। উতপাদনেরে প্রযুক্তি শিখে যে কেউ তৈরি করে নিতে পারেন - সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগতভাবেও - শূদ্র-বৈশ্য-মুসলমান গাঁইয়া উতপাদন পদ্ধতির এটাই বৈশিষ্ট্য -
১) কাপড় কাচার কলার আর হলুদের ক্ষার - বাদ দিন কড়া রাসায়নিক ক্ষারের গুড়ো বা সাবান বা তরল - সুতির কাপড় নরম, টেঁকসই সবে আর রঙ্গ বজায় থাকবে বহু দিন - তাতে কর্পোরেটরা ক্ষেপে যেতে পারে
২) দাঁত মাজার গুঁড়ো - আর কোন হাড়গুঁড়োর সংগে রাসায়নিক মেশানো নয়
৩) নিম সাবান - প্রাণীজ(গরু বা শুয়োর) চর্বিতে না ডুবে, প্রাকৃতিক ভাবে পাওয়া নিম ফল থেকে তৈরি সাবান মাখুন - ফেনা হয়ত হবে না কিন্তু ত্বক উজ্জ্বল আর সুস্থ থাকবে
৪) মহুয়া ফুল, চালভাজা, ছোলা ভাজা, বাদাম, ক্ষীর, কিসমিস ইত্যাদি দিয়ে শক্তি বাড়ানোর নাড়ু
৫) সাধারণ রোগভোগ থেকে উদ্ধার পাওয়ার জন্য নানান ধরণের মা-দিদিমা- পরম্পরার সম্প্রদায়ের টোটকা
৬) ঢেঁকি ছাঁটা চাল
৭) দেশি পদ্ধতিতে উতপাদিত সাধারণ বা গন্ধ চাল
৮) বাড়িতে রাভা বাথৌ এবং বাংলার বৈষ্ণব সম্প্রদারের অনুকরণে একটা পোড়ামাটির তুলসি মঞ্চ রাখুন। সেখানে পাঁচটা গাছ লাগান, ব্যবহার করুণ সারা জীবন সুস্থ থাকুন।
এই পণ্য তৈরি প্রযুক্তি শেখানোর জন্য উতসাহী আমরা।
কেউ চাইলে স্বাগত।
No comments:
Post a Comment