Thursday, April 14, 2016

স্থায়ী হোক বাংলার উপনিবেশবাদ বিরোধী আন্দোলন জয় হোক বাংলার নিজস্ব পথের

উপনিবেশবাদ মুক্ত শুদ্র বাংলায় সক্কলকে স্বাগত।
মুক্তি সহজে আসে নি।
তিল তিল করে গড়ে তুলতে হয়েছে এই মাটির বাড়ি।

গত পাঁচ বছর ধরে গ্রাম বাংলা একটু একটু করে উপনিবেশবাদের কব্জা থেকে বেরোতে চাইছে।
গ্রাম বাঙ্গালীর নিজস্ব উতসব - ভক্তা, পাটভক্তা, দেয়াসীদের তিল তিল কৃচ্ছসাধনে পালিত গাজন, নীল ষষ্ঠী আর চড়ক শেষে বাংলা গত পাঁচ বছরে যে নিজের পথ তৈরি করেছিল, সেই পথ আরও সুগভীর করতে উপনিবেশবাদ বিরোধী মমতাময়ী শুদ্র বাংলার পাশে দাঁড়ানো একান্ত জরুরি।
এই মুক্তি আজও নিরাপদ নয়।
একদিকে ইংরেজি শিক্ষিত পরিশীলিত ইওরোপমুখ্য ভদ্রলোকেদের দল, অন্যদিকে যুযুধান বাংলার প্রজ্ঞাবাহী শহুরে, গ্রামীন শুদ্ররা আর শুদ্রবন্ধুরা।
এটি একটি খুইয়ে ফেলা নিজস্বতা রক্ষার আন্দোলন।
এই আন্দোলন ভদ্রলোকের স্বার্থ বিরোধী, শহুরে অভদ্রলোকিয় আর গ্রামীনদের স্বার্থবাহী।
লুঠ, খুন আর শাসন বিরোধী যে গ্রাম বিকাশের পথ বাংলা দেখিয়েছে তা স্থায়ী হবে এই লড়াইয়ে।
এই লড়াই আপনার আমার প্রত্যেকের বাঁচার লড়াই।
এ লড়াই গ্রাম বাংলার নিজস্বতা রক্ষার লড়াই।
এ লড়াই বাংলার উপনিবেশবাদ বিরোধী সংস্কৃতি, আর্থব্যবস্থা আর সমাজ ব্যবস্থা কায়েম করার লড়াই।
এ লড়াই জিততে হবে।।
হবেই।

No comments: