বছর দুয়েক আগে কলাবতী মুদ্রা আর জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র একটি পুরোনোতম জীবিকা - পথ বিক্রেতাদের নানান বিষয় নতুন করে নতুন ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল একটি বই, হকার কথা - পথের ব্যবসা পথ ব্যবসায়ী প্রকাশের মাধ্যমে। সেটিই বইটির প্রথম সংস্করণ ছাপামোটামুটি শেষ হয়ে এসেছে। সেই বইতে লিখেছেন এবিষয়ে কাজ করা, বা এগুলি নিয়ে চিন্তিত কিছু মানুষ যেমন জয়া মিত্র, সুতনু ভট্টাচার্য, শুভেন্দু দাশগুপ্ত, সত্যজিত দাসগুপ্ত, চন্দ্রশেখর ভট্টাচার্য, হকার বসন্ত কোলে, হকার নেতা দেবরাজ ঘোষ সহ সম্পাদক, বিশ্বন্দু নন্দ এবং পার্থ পঞ্চাধ্যায়ী। এগুলো এতদিন ইন্টারনেটে তোলার উপযোগী করে ফেলা যায় নি। এবারে করা গেল।
বাংলা ভাষায় প্রকাশিত বইগুলির মধ্যে এর বাঁধাই সৌকর্য বেশ আকর্ষণীয়। এই বইটি বেলডাঙ্গার গামছায় বাঁধানো। সীমিত সংখ্যায় বইটি পাওয়া যাচ্ছে দ্য আর্থ, ৩০ সূর্য সেন স্ট্রিট, মির্জাপুর স্ট্রিটের কবিশ্ববিদ্যালয় থেকে পটল্ডাঙ্গার দিকে যেতে ডানদিকের পথরাস্তা ধরে।
এটি প্রথম সম্পাদকের লেখার প্রথম প্রবন্ধ
বাংলা ভাষায় প্রকাশিত বইগুলির মধ্যে এর বাঁধাই সৌকর্য বেশ আকর্ষণীয়। এই বইটি বেলডাঙ্গার গামছায় বাঁধানো। সীমিত সংখ্যায় বইটি পাওয়া যাচ্ছে দ্য আর্থ, ৩০ সূর্য সেন স্ট্রিট, মির্জাপুর স্ট্রিটের কবিশ্ববিদ্যালয় থেকে পটল্ডাঙ্গার দিকে যেতে ডানদিকের পথরাস্তা ধরে।
এটি প্রথম সম্পাদকের লেখার প্রথম প্রবন্ধ
No comments:
Post a Comment