আগামী ১৭ ফাল্গুন, ১৪২১, ২ মার্চ, ২০১৫, সন্ধ্যা ছয়টায় জীবনানন্দ সভাঘরে
বাংলার প্রযুক্তি, ইতিহাস, আঞ্চলিকতা বিষয়ক মাসিক আলোচনী পরমএর ১৫ তম সংখ্যা আমন্ত্রিত সম্পাদক সোমা মুখোপাধ্যায়ের সম্পাদনায় বাংলার দাই প্রকাশ পাবে।
এই অনুষ্ঠানে বাংলার জ্ঞান চর্চা এবং উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা করবেন জয়া মিত্র।
সেখানে বাংলার গ্রামশিল্পের ই-কমার্স সাইট লোকফোকডটইন-ও উদ্বোধন হবে।
প্রত্যেককে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই।
কলাবতী মুদ্রা
বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ
বিশ্বেন্দু নন্দ, মধুমঙ্গল মালাকার, নারায়ণ মাহাত
কলকাতা, দিনাজপুর
বাংলার প্রযুক্তি, ইতিহাস, আঞ্চলিকতা বিষয়ক মাসিক আলোচনী পরমএর ১৫ তম সংখ্যা আমন্ত্রিত সম্পাদক সোমা মুখোপাধ্যায়ের সম্পাদনায় বাংলার দাই প্রকাশ পাবে।
এই অনুষ্ঠানে বাংলার জ্ঞান চর্চা এবং উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা করবেন জয়া মিত্র।
সেখানে বাংলার গ্রামশিল্পের ই-কমার্স সাইট লোকফোকডটইন-ও উদ্বোধন হবে।
প্রত্যেককে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই।
কলাবতী মুদ্রা
বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ
বিশ্বেন্দু নন্দ, মধুমঙ্গল মালাকার, নারায়ণ মাহাত
কলকাতা, দিনাজপুর
No comments:
Post a Comment