Sunday, October 7, 2012

Max Müller Was Not a Docrorate4. ম্যাক্সমুলর ডক্টরেট ছিলেন না4

প্রশ্ন ডক্টরেট উপাধি
বহুকাল ধরে ম্যাক্স মুলারের জীবনের নানান ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে তার সংস্কৃত শেখা আর ডক্টরেট উপাধি পাওয়া নিয়ে মুলারের সংস্কৃত শেখা নিয়ে এই প্রাবন্ধিকের নতুন তথ্য খুঁজে বার করা খুবই মুশকিল বহুদিন ধরেই তার উপাধিগুলো খোঁজ করার দিকে নজর ঘোরানোর চেষ্টা ছিল প্রথমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাই সেই সাইটে মহাফেজখানার সমস্ত কাগজপত্রের হিসেব পাওয়া যায় সূত্র http://www.bodley.ox.ac.uk/dept/scwmss/wmss/online/1500-1900/muller/maxmuller.html মনে পড়ল তাঁর স্ত্রী পুত্রের লেখা জীবনীতে রয়েছে তিনি লিপজিগ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন, স্পিনোজার দর্শণ বিষয়ে কোনও জীবনীতে তাঁর ডক্টরেটপত্রের অনুলিপি দেখি নি এমনকী উইকিপিডিয়া অথবা ম্যাক্স মুলর ভবন-গেট্যে ইন্সটিটিউটের ওয়েবসাইটেও নয় কেউই সেই প্রতিলিপিটা দেখাচ্ছেন না অথচ এই উপাধির ওপর ভিত্তি করে মুলর অক্সফোর্ডে সংস্কৃত অধ্যাপকের পদে লড়াই করছেন সরাসরি লিপজিগ বিশ্ববিদ্যালয়কে ইমেল করা গেল উত্তর পাওয়া নিয়েও বেশ সন্দেহ ছিল অবাক করে ৩০ আগস্ট লিপজিগ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রাবন্ধিককে একটা মেল পাঠালেন,
Dear Biswendu Nanda.
At the university archive of Leipzig is neither an entry in the book
of promotion nor a promotion file of Friedrich Max (Maximilian) Müller. He was a student at the university from 1841 to 1844. There is an entry in the discharge register (with attended lectures) and two entries in the register of students. Enclosed you can find the corresponding digital copies.
Yours sincerely
Nicole Panser
সঙ্গে জুড়ে দেওয়া তিনটে নথি
প্রশাসনিক ইংরেজিতে অজ্ঞ প্রাবন্ধিক এর মানে জানতে কল্যানী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, সুতনু ভট্টাচার্যের শরণাপন্ন হয় তিনি জানান এর সাদা অর্থ, মুলর সেখানে ছাত্র ছিলেন, লেকচার শুনেছেন, কোনও পরীক্ষায় যোগ দেন নি ডক্টরেট পাওয়া, স্পিনোজার দর্শণতো দূরস্থান
কেন এতদিন এই মিথ্যেটি ফলাও করে ভারতের ওপর চাপিয়ে দেওয়া হল হল! প্রাবন্ধিক এর অর্থ খুঁজতে হয়রান এবার পাঠকেরা এর কী মানে করবেন করুন
এই প্রবন্ধের সঙ্গে তিনটে নথি জুড়ে দেওয়া গেল

No comments: