সে খান থেকে গেলাম কুনোরে। কুনোর হোল দিনাজপুরের মাটির গ্রাম। পালেরাও করেন সঙ্গে রাজবংশীরাও পোড়ামাটির কাজ করেন। সম্প্রতি ডেভেলাপমেন্ট কন্সালট্যান্ট কর্পোরেট সংগঠনের এনজিও সেখানে কাজ করে তাঁদের পম্পরার দফারফা করে দিয়েছে। করে খাচ্ছেন কয়েক জন। উঠলাম দুলাল রায়ের বাড়ি। দেখলাম তাঁরা আর পোড়াচ্ছেন না। মাটি শুকিয়ে রঙ করে দিচ্ছেন। দুলালের বাড়ি মিটং হল। ছিল তাঁর ছেলেও।
মাটির কাজ না পুড়িয়ে তাতে রঙ করে দেওয়া |
নানান জিনিসের সঙ্গে শুকোতে দেওয়া হয়েছে মাটির পরম্পরার কাজ |
মেলানো মেশানো কাজ - কিছু নতুন কিছু পুরোন |
দুলাল আর তাঁর পুত্র |
আর সঙ্গে অরূপদা |
ঐ দূরে দেখুন কম্পিউটার |
কম্পিউটার কী দেখা যাচ্ছে? |
আরো কাছে |
অরূপদা সঙ্গে |
No comments:
Post a Comment